হাতে শাঁখা-পলা, কোমরে বিছা, মাথায় সিঁদুর, মা দুর্গার সামনে জড়োয়ার ঝুমকোর ‘ঢাকের তালে কোমর দোলে’ গানে নাচ সুপার ভাইরাল

Last Updated:

‘ঢাকের তালে কোমর দোলে’- সর্বকালীন সুপারহিট গানে নাচে মাতোয়ারা সুন্দরী অভিনেত্রী৷

# কলকাতা : দুর্গাপুজো বাঙালির সেরা ফেস্টিভ্যাল৷ নর্মাল হোক আর নিউ নর্মাল কিছু আনন্দ কিছুতেই জীবন থেকে মোছা যায় না৷ এবারের পুজো ছিল সেরকমই৷ এবারের পুজোয় অনেক কিছু করা গেছে আবার অনেক কিছু করা যায়নি৷
তবে সামাজিক মাধ্যমের দৌলতে অনেক মানুষের কাছাকাছি এখন সহজেই পৌঁছে যাওয়া যায়৷ আর আনন্দ সবসময়েই বহু মানুষের মধ্যে ভাগ করলে বেড়ে যায়৷ আর তাই সেলিব্রিটিরাও নিজেদের আনন্দের মুহূর্তগুলো ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমেই ছড়িয়ে দেন ফ্যানদের কাছে৷
জড়োয়ার ঝুমকো থেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন ঝুমকো আসলে শ্বেতা ভট্টাচার্য৷ এখন তাঁর নতুন সিরিয়াল যমুনা ঢাকি টিভি পর্দায় এসেছে৷ ফের একবার মানুষ তাঁদের প্রিয় অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন৷ তবে এই ভিডিও যা এখন সুপার ভাইরাল হয়েছে তাতে শ্বেতা ও যমুনাকে বিন্দাস নাচ গান করতে দেখা যাচ্ছে৷
advertisement
advertisement
হাতে শাঁখা-পলা, ভর্তি সোনার বালা-চুরি, গলায় নেকলেস –হার, কোমরে বিছা হার হলুদ শাড়িতে দেবী আরাধনায় মাতোয়ারা তিনি৷ ‘আমি জানি না, আমি জানি না’ সুপারহিট গান ঢাকের তালের কোমর দোলের এই জনপ্রিয় লাইনগুলিতে নেচেছেন৷  আর তাঁর নাচে মজেছেন দর্শক৷
দেখে নিন সেই ভিডিও
ভিডিওটির ভিউ হয়েছে ১০ লক্ষ৷ সাড়ে চার হাজার শেয়ার হয়েছে৷ লাইকের সংখ্যাও এক লক্ষের কাছাকাছি ৷ সব মিলিয়ে এই ভিডিও সকলের মধ্যে্ই পুডোর আমেজ ছড়িয়ে দিচ্ছে ভরপুর৷ কিছু গান সুপারহিট হয় আর কিছুগান তার চেয়েও এগিয়ে সর্বকালীন হয়৷ দেব অভিনীত ও অভিজিতের গাওয়া গান এরকম সর্বকালীন৷ আর এই গানে টলি অভিনেত্রী নেচে বাজার মাত করেছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাতে শাঁখা-পলা, কোমরে বিছা, মাথায় সিঁদুর, মা দুর্গার সামনে জড়োয়ার ঝুমকোর ‘ঢাকের তালে কোমর দোলে’ গানে নাচ সুপার ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement