কলকাতা: ভাইরাল ভিডিও: যেকোনও দম্পতির জন্য তাঁদের বিয়ের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং বড় এবং এই সম্পর্কটি জীবনের এক বড় বন্ধন। পরিবার ও মা -বাবা এই সম্পর্কের পর যে নতুন সম্পর্ক একজনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তাই স্বামী-স্ত্রী হওয়ার আগে কিছু বিষয় পরিষ্কার করে নিলে ভবিষ্যৎ জীবনের অসুবিধা কমে যায়। এখনকার নতুন বর-বউরা শুধু অনেক কিছু ঠিকই করেন এমনটাই শুধু নয়, সমানভাবে সম্পর্ককেও গুরুত্ব দেয়।
সনাতন রীতি অনুযায়ী বিয়ের মতো প্রতিষ্ঠানে স্বামী-স্ত্রীকে সমান মনে করা হত না, সেখানে সব সময়েই স্বামীকে বাড়তি গুরুত্ব দেওয়া হত স্ত্রী-র থেকে৷ কিন্তু এখন সময় পাল্টেছে। স্বামী-স্ত্রী শুধু পড়ালেখা আর চাকরিতেই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে না, ঘরের কাজ একইভাবে ভাগাভাগি করে করেন তাঁরা৷ এই কথার স্বপক্ষেই সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে৷ বিয়ের মণ্ডপে মালা বদলের সময়ে নতুন বর একেবারে অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন? নতুন বর বিয়ের মঞ্চে নিজেই তাঁর কনের পায়ে হাত দিয়ে দেন৷ সাধারণত হিন্দু বিবাহ রীতিতে বিয়ের অনুষ্ঠানের পর নতুন বউ তাঁর স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন কিন্তু এই বিয়ের মঞ্চে যা হয়েছিল তা নিঃসন্দেহে অভিনব৷
আরও পড়ুন - IPL 2023: অভিনেত্রীর সঙ্গে মারামারি থেকে গোপনাঙ্গে হাত! অভিযোগের কালো মেঘ কাটিয়ে আইপিএল অনুশীলনে ...
দেখে নিন ভাইরাল বিয়ের ভিডিওVery smart fellow. pic.twitter.com/LS1nx5Emcr
— Dr.B.Karthik Navayan (@Navayan) February 25, 2023
জমজমাট বিয়ের অনুষ্ঠানে নতুন বউয়ের পায়ে পড়ল নতুন বর
আরও পড়ুন - Big Weather Update: আবহাওয়ার বড় মোচড়, আকাশ ঘনাচ্ছে মেঘ, বৃষ্টির সম্ভাবনা, ফুঁসছে সাগর
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বর-কনে মালা বদলের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আছেন। প্রথমে কনে বরকে মালা পরিয়ে দেয় তারপর বর খুব আলতো করে তার কনের গলায় মালা পরিয়ে দেয়। এর ঠিক পরেই ঘটে সেই অভাবনীয় ঘটনাটি৷ একটি আচারের অংশ হিসাবে, মেয়েটি তার বরের পা স্পর্শ করার জন্য উঠে যায়, তার পরেই বর নিজেই নত হয়ে কনের পায়ে মাথা রাখে। সেখানে উপস্থিত লোকজন এ নিয়ে তুমুল চমকে গিয়ে হইচৈই করতে থাকে৷ নতুন স্বামীর এভাবে সম্মান প্রদর্শনের ঘটনায় অভিভূত হয়ে যান নববধূ৷ তাঁর চোখ থেকে জল পড়তে থাকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bride, Groom, Viral Video, Viral Wedding Video