পৃথিবীর সঙ্গেই ঘুরছে গাছ, পাহাড় আর আকাশও; ভাইরাল ভিডিও-য় মিলল পৃথিবীর আবর্তনের প্রমাণ

Last Updated:

আবার বৈজ্ঞানিক ভাবে দেখতে গেলে আমরা জানি যে, নিজের অক্ষের চারপাশে ঘুরে চলেছে পৃথিবী। আর এই বিষয়ের প্রমাণ মিলেছে একটি ভিডিও-তে।

ভাইরাল ভিডিও-য় মিলল পৃথিবীর আবর্তনের প্রমাণ (Credit- X/ @wonderofscience)
ভাইরাল ভিডিও-য় মিলল পৃথিবীর আবর্তনের প্রমাণ (Credit- X/ @wonderofscience)
ধরিত্রী বা পৃথিবীকে প্রকৃতির উপহার বলেই মনে করা হয়। শুধু তা-ই নয়, এর পাশাপাশি ধরিত্রীকে মায়ের জায়গাতেও বসানো হয়। আসলে আমরা যেহেতু ধরিত্রীর কাছ থেকে খাবার, পানীয় এবং আশ্রয় পাই, তাই তাঁকে মা হিসেবেই পুজো করা হয়। আবার বৈজ্ঞানিক ভাবে দেখতে গেলে আমরা তো সকলেই জানি যে, নিজের অক্ষের চারপাশে ঘুরে চলেছে পৃথিবী। আর এই বিষয়ের প্রমাণ মিলেছে একটি ভিডিও-তে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানা কিছু দেখে থাকি। কিন্তু এমন কিছু ভিডিও রয়েছে, যা আমাদের চোখ বিশ্বাসও করতে পারে না। কিন্তু সাম্প্রতিক ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে যে, আবর্তন করছে পৃথিবী। টাইমল্যাপস ভিডিওটি অসাধারণ। মার্টিন জি নামে এক ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছেন। আর তা ইউটিউব চ্যানেলে শেয়ারও করেছেন।
advertisement
advertisement
২০২২ সালের অগাস্ট মাসে দক্ষিণ ফ্রান্সের কসমোড্রোন অবজারভেটরিতে পৃথিবীর প্রদক্ষিণের এই ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছে। একটি স্টেবিলাইজিং ক্যামেরার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। যাঁরা বিজ্ঞান বিশেষ করে মহাকাশ বিষয়ে আগ্রহী, তাঁদের খুবই ভাল লাগবে এই ভিডিওটি। সেখানে দেখা যাবে যে, পৃথিবীর আলোর কারণে গোপন আকাশগঙ্গার দেখা পাওয়া যাবে। যদিও তারাগুলি স্থির অবস্থায় রয়েছে, তাই গাছ, মাঠগুলিকে পৃথিবীর সঙ্গে ঘুরতে দেখা যাবে।
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে @wonderofscience নামে এক অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এর সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘পৃথিবী যে ঘুরছে, সেটা এই সুন্দর টাইমল্যাপস ভিডিও-তে দেখুন।’’ এই ভিডিওতে মন্তব্য করে এক ব্যবহারকারী বলেছেন যে, “কী সুন্দর এটা!” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কোথায় গেলেন সেই মানুষগুলো, যাঁরা বলেছিলেন যে, পৃথিবী সমতল?”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পৃথিবীর সঙ্গেই ঘুরছে গাছ, পাহাড় আর আকাশও; ভাইরাল ভিডিও-য় মিলল পৃথিবীর আবর্তনের প্রমাণ
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement