গ্রামে ঘুরতে ঘুরতে তেষ্টা পেয়ে গিয়েছিল, জল চাইতে মাটির বাড়িতে ঢুকতেই চমকে গেলেন তরুণী; এ কোন দৃশ্য…

Last Updated:

2 floor mud house in village viral video: সাধারণত গ্রামে বেশিরভাগই মাটির বাড়ি থাকে। যা দেখতে খুবই সুন্দর হয়। তবে শহরের ছোঁয়া কিন্তু লেগেছে গ্রামেও। কারণ গ্রামেও শহরের মতো পাকা বাড়ি তৈরি হচ্ছে।

জল চাইতে মাটির বাড়িতে ঢুকতেই চমকে গেলেন তরুণী; এ কোন দৃশ্য…Photo Courtesy: Instagram/@ghumakkadlaali)
জল চাইতে মাটির বাড়িতে ঢুকতেই চমকে গেলেন তরুণী; এ কোন দৃশ্য…Photo Courtesy: Instagram/@ghumakkadlaali)
খাজুরাহো: আজকের দিনে মানুষ শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত। তবে কংক্রিটের জঙ্গলে হাঁসফাঁস অবস্থার মধ্যে বাস করলেও শান্তি খুঁজতে পাড়ি দিতে হয় সেই গ্রামেই। আসলে গ্রামের মানুষের সহজ-সরল জীবনযাপন সত্যিই মন ভাল করে দেয় শহুরে মানুষদের। সাধারণত গ্রামে বেশিরভাগই মাটির বাড়ি থাকে। যা দেখতে খুবই সুন্দর হয়। তবে শহরের ছোঁয়া কিন্তু লেগেছে গ্রামেও। কারণ গ্রামেও শহরের মতো পাকা বাড়ি তৈরি হচ্ছে। এদিকে সম্প্রতি শহর থেকে এক তরুণী গিয়েছিলেন গ্রামে। সেখানে তিনি একটি অন্য রকমের মাটির বাড়ি লক্ষ্য করেন। যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন ওই তরুণী। এমনকী, বাড়িটি ভাল করে দেখতে সেখানে ঢুকেও পড়েছিলেন। আসলে বাড়িটিতে জল চাইতে ঢুকেছিলেন তিনি। এরপর ভিতরটা দেখে যেন তাঁর কৌতূহল বাঁধ মানছিল না। যা তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল।
ইনস্টাগ্রাম ইউজার @ghumakkadlaali আসলে একজন ট্রাভেল ব্লগার। ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান তিনি। আর সেখানে গিয়ে সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তা সকলের সামনে তুলে ধরেন ভিডিও-র মাধ্যমে। সম্প্রতি ওই তরুণী গিয়েছিলেন এক গ্রামে। সেখানে হাঁটতে হাঁটতে একটি বাড়ি দেখতে পান। এমনকী ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছেন নিজের অভিজ্ঞতা। ভিডিও-র সঙ্গে তিনি হ্যাশট্যাগে লিখেছেন খাজুরাহো মধ্যপ্রদেশ। এর থেকে বোঝা যাচ্ছে, এই গ্রামটি খাজুরাহোর কোনও গ্রাম।
advertisement
advertisement
advertisement
আসলে স্কুটি চেপে গ্রামে ঘুরতে গিয়ে জলতেষ্টা পেয়েছিল তরুণীর। সেখানেই এক মহিলার সঙ্গে আলাপ হয় এবং তাঁর কাছে জলও চান। এরপর ওই মহিলার বাড়ি দেখার আব্দারও করেন। তবে বাড়ির অন্দরে ঢুকতেই মুগ্ধ হয়ে যান তরুণী। নিচু একটি দরজা দিয়ে বাড়ির রান্নাঘরে প্রবেশ করেন তিনি। ভেবেছিলেন রান্নাঘরটি ছোট, কিন্তু সেখানে ঢুকতেই তাঁর চক্ষু চড়কগাছ! তরুণী দেখেন, একটা সিঁড়ি রয়েছে উপরের তলায় যাওয়ার জন্য। তিনি বুঝতে পারেন যে, বাড়িটি দোতলা। তিনি এ-ও জানান যে, বাইরে যখন তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মাটির বাড়ির ভিতরের তাপমাত্রা মাত্র ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
ভিডিওটি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ মন্তব্যও করছেন। একজন বলেন, বাড়িটি খুব সুন্দর। অন্য একজন আবার বলেন, মাটির বাড়ির আয়ু প্রায় ২০০ বছর। সেখানে কংক্রিটের বাড়ির আয়ু মাত্র ৩০-৪০ বছর.. তাহলে কোনটা আসলে মাটির বাড়ি। তৃতীয় এক নেটিজেন জানান, এমন দোতলা মাটির বাড়ি তাঁর গ্রামেও রয়েছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গ্রামে ঘুরতে ঘুরতে তেষ্টা পেয়ে গিয়েছিল, জল চাইতে মাটির বাড়িতে ঢুকতেই চমকে গেলেন তরুণী; এ কোন দৃশ্য…
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement