Video: ‘শাবাস সাউথ আফ্রিকা, শাবাস’, ম্যাচ শেষে হতাশ মার্করামদের উৎসাহ দিলেন ভারতীয় সমর্থকরা, ভাইরাল ভিডিও

Last Updated:

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় সমর্থকরা। সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ম্যাচ শেষে হতাশ মার্করামদের উৎসাহ দিলেন ভারতীয় সমর্থকরা, ভাইরাল ভিডিও
ম্যাচ শেষে হতাশ মার্করামদের উৎসাহ দিলেন ভারতীয় সমর্থকরা, ভাইরাল ভিডিও
ব্রিজটাউন: টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠে জন্টি রোডসের দেশ। কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি কুইন্টন ডি কক, এইডেন মার্করামরা। হতাশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে তাঁদের উৎসাহ জুগিয়ে গেলেন ভারতীয় সমর্থকরা। সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রথম ব্যাট করতে নেমে ১৭৬ রান তোলে ভারত। তবে শুরুটা ভাল হয়নি মোটেই। টপ অর্ডারে রীতিমতো ধ্বস নামে। পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারের মধ্যে আউট হয়ে যান রোহিত শর্মা, ঋষভ পন্থ এবং সূর্য কুমার যাদব। বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে ভদ্রস্থ স্কোর খাড়া করে টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
পাল্টা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। ক্লাসেন এবং ডেভিড মিলারের মারকাটারি ব্যাটে প্রথমবার বিশ্বকাপ জয়ের আশা দেখছিলেন দক্ষিণ আফ্রিকার সমর্থকরা। শেষ চার ওভারে কুইন্টন ডি ককদের দরকার ছিল ২৪ বলে ২৬ রান। সেখান থেকে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া। শেষ ওভারের সুর্য কুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই হতাশ দক্ষিণ আফ্রিকা। সাংবাদিক সম্মেলনে হতাশা লুকোননি মার্করাম। তাঁর কথায়, “ব্যাটিং, বোলিং ভাল হয়েছে। কিন্তু জয় পর্যন্ত পৌঁছতে পারিনি”। মাঠেই কেঁদে ফেলেন কুইন্টন ডি ককরা। কিন্তু তারপর দেখা যায় এক অভাবনীয় দৃশ্য।
advertisement
ফাইনাল ম্যাচ শেষে টিম বাসে উঠছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। চোখে, মুখে একরাশ হতাশা। বিশ্বকাপ ট্রফি জিততে না পারার দুঃখ। স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে রয়েছে টিম বাস আর ভারতীয় সমর্থক। স্টেডিয়াম থেকে একজন একজন করে ক্রিকেটার বেরচ্ছেন, আর হাততালি দিয়ে তাঁদের উৎসাহ দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। সঙ্গে স্লোগান, “ওয়েল ডান সাউথ আফ্রিকা, ওয়েল ডান”।
advertisement
এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, জেতা বা হারা বড় কথা নয়, গেম স্পিরিটই আসল। সেটাই দেখাল ভারতীয় সমর্থকরা। তারা জানে কীভাবে প্রতিপক্ষ দলকে সম্মান দিতে হয়। যতই বিশ্বকাপের মতো মারকাটারি টুর্নামেন্ট হোক, ক্রিকেট শেষ পর্যন্ত ‘জেন্টলম্যানস গেম’, সেটাই প্রমাণ হল আরেকবার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Video: ‘শাবাস সাউথ আফ্রিকা, শাবাস’, ম্যাচ শেষে হতাশ মার্করামদের উৎসাহ দিলেন ভারতীয় সমর্থকরা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement