হোম /খবর /পাঁচমিশালি /
চলন্ত ট্রেনেই দেদার Romance.! ভিড়ের মাঝে ভালোবাসায় মত্ত প্রেমিক-প্রেমিকা!

Viral Video || Train Love: চলন্ত ট্রেনেই দেদার Romance...! ভিড়ের মাঝে ভালোবাসায় মত্ত প্রেমিক-প্রেমিকা! ভাইরাল ভিডিও

ব্যাস্ত সময়ের ট্রেনেই চুটিয়ে প্রেম

ব্যাস্ত সময়ের ট্রেনেই চুটিয়ে প্রেম

Viral Video || Train Love: ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের একটি ভিডিও এবার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। ফেসবুক-ট্যুইটার কাঁপছে এই ভিডিও ঘিরে ওঠা প্রতিক্রিয়ায়। কী এমন রয়েছে এই ভাইরাল ভিডিওতে?

  • Share this:

ভাইরাল ভিডিও: ব্যাস্ত সময়ের ট্রেনেই চুটিয়ে প্রেম। রোম্যান্সে মাতলেন প্রেমিক-প্রেমিকা যুগল। আর তা হা করে দেখছে গোটা ট্রেনের যাত্রীরা। এমনই দৃশ্য এবার ভাইরাল হল নেটপাড়ায়। সম্প্রতি ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের একটি ভিডিও এবার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। ফেসবুক-ট্যুইটার কাঁপছে এই ভিডিও ঘিরে ওঠা প্রতিক্রিয়ায়। কী এমন রয়েছে এই ভাইরাল ভিডিওতে?

ভাইরাল ভিডিও ক্লিপটিতে দেখা গেল, ট্রেনের কামড়ায় বহু মানুষ রয়েছেন। সেখানেই জানলার ধারে এক প্রেমিক যুগল সকলের সামনেই রোম্যান্সে মেতেছেন। ওদিকে অন্য আর এক যুগল তাঁদের অপরপ্রান্তে চুটিয়ে খুল্লমখুল্লা রোম্যান্স চালিয়ে যাচ্ছেন। ভিড় ট্রেনে বসে ও দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা হাঁ হয়ে দেখছিলেন ওই দৃশ্য।

আরও পড়ুন: কোন পেশায় মানুষ সবথেকে বেশি অসুখী...? মন খারাপ চরম হয় কোন কর্মক্ষেত্রে? চমকে দেওয়া উত্তর ফাঁস গবেষণায়!

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মুম্বই লোকাল ট্রেনে। ভিড়ের জন্য ও বেশি রাত পর্যন্ত চলার জন্য এই ট্রেন যাত্রীদের কাছে খুবই পছন্দের। সেই মুম্বই লোকাল ট্রেনেরই এই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। দেখা যাচ্ছে চলন্ত ট্রেনে রোম্যান্স চালাচ্ছেন যুগলরা। একজন কাপল নয়। দেখা গেল দু-দু'জন কাপলকে। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে বসে আছেন তাঁরা। এতটাই ঘনিষ্ঠভাবে তাঁদের দেখা যাচ্ছে যে ট্রেনে সফররত অন্যান্য যাত্রীরা তা হাঁ হয়ে দেখছিলেন।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে নেই কেন '১৬ নম্বর' প্ল্যাটফর্ম? বিরাট রহস্য ফাঁস! শুনলে তাজ্জব হয়ে যাবেন!

জানলার ধারে বসা প্রেমিক যুগলের মধ্যে মেয়েটি ছেলেটির কোলে বসেছিল। আর পিছন থেকে ছেলেটি তাঁর গার্লফ্রেন্ডের ঘাড়ে অনবরত চুম্বন করছিলেন। তাঁদের উল্টোদিকে বসে থাকা কাপলরাও ঘনিষ্ঠভাবে বসেছিলেন আলিঙ্গনাবদ্ধ অবস্থায়। দেখে মনে হচ্ছিল এই দৃশ্য ট্রেনের অন্যান্য যাত্রীদের কাছে কার্যত বড়ই অস্বস্তিকর একটা বিষয় হয়ে ওঠে বলেই মনে হয়।

ট্যুইটারে ভাইরাল বাবা নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়। ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি মুম্বইয়ের লোকাল ট্রেনের। ট্রেনটি সেই সময় সান্তাক্রুজ় থেকে লোয়ার প্যানেলের দিকে যাচ্ছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে এই নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ আবার এই যুগলদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে বলেছেন।

এক ট্যুইটার ব্যবহারকারী এই ভিডিয়ো দেখার লিখেছেন, “এদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া উচিত, যাতে পরে আর এরকম না হয়।” কেউ আবার লিখেছেন, “এতে খারাপ তো কিছু নেই। রোম্যান্সই তো করছিলেন ওঁরা। জামা কাপড় পরেই রোম্যান্স করছিলেন। কেউ কেউ তো পোশাক খুলেই রাস্তায় খুল্লমখুল্লা রোম্যান্স করেন। তাঁদের কী বলবেন?" তবে এমন প্রেমিকযুগলকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া উচিত বলেও মত প্রকাশ করেছেন কেউ কেউ।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Local Train, Romance, Viral Video