Viral: পদ্মপাতায় এক ফোঁটা জলে ছোট্ট মাছের সাঁতার! দুর্লভ ও প্রাণবন্ত ভিডিও মিস করবেন না কিছুতেই
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral:কেউ ভাবছেন জলের বাইরে জলের ফোঁটায় একরত্তি মাছ বেঁচে আছে কী করে!
ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়া যেন বিস্ময়ের অফুরান ভাণ্ডার। সেই তালিকায় নতুন সংযোজন পদ্মপাতায় জলবিন্দুতে এক ছোট্ট মাছে সাঁতার কেটে যাওয়া। পদ্মপাতায় জলের ফোঁটা এত দিন ছিল অনিশ্চয়তার প্রতীক। এ বার সেটাই হয়ে গেল প্রাণের স্পন্দন। নেটিজেনরা বিস্মিত ও হতবাক। কেউ ভাবছেন জলের বাইরে জলের ফোঁটায় একরত্তি মাছ বেঁচে আছে কী করে! আবার অনেকেই মুগ্ধ আলোকচিত্রীর দক্ষতায়। প্রকৃতির সৃষ্টির কাছে নতজানু আরও একবার, মানুষ।
ট্যুইটারে ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে উজ্জ্বল সবুজ পদ্মপাতায় জলবিন্দুতে সাঁতার কাটছে ছোট্ট মাছ। জুম ইন করা ভিডিওতে ধরা পড়েছে বিরল সেই মুহূর্ত। অনেকেই চিন্তা করেছেন মাছটির বেঁচে থাকা নিয়েও। নেটিজেনদের মন্তব্য, আলোকচিত্রীর চোখ অসামান্য। পদ্মপাতায় স্বচ্ছ জলবিন্দুতে মাছের অভিব্যক্তিও প্রাণবন্ত ছবিতে।
advertisement
advertisement
A fish in a drop of water on a lotus leaf.pic.twitter.com/A4PlTEyeZP
— Fascinating (@fasc1nate) February 26, 2023
কিন্তু জলবিন্দু বাষ্পীভূত হতে কী আর সময় লাগবে! তার পর কী হবে খুদে মাছের-এ চিন্তা অনেকেরই। তাঁদের আশা, ছবি তোলার পর আলোকচিত্রী নিশ্চয়ই মাছকে আবার ফিরিয়ে দিয়েছেন জলেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 7:20 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: পদ্মপাতায় এক ফোঁটা জলে ছোট্ট মাছের সাঁতার! দুর্লভ ও প্রাণবন্ত ভিডিও মিস করবেন না কিছুতেই