Viral Video-Ranu Mandal: ঝাঁটা দিয়ে মহিলা ইউটিউবারকে পেটালেন রাণু মণ্ডল! হ-হু করে ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video-Ranu Mandal: রাণু মণ্ডলের বাড়ি এখন ইউটিউবারদের আখড়া! রোজ রোজ নতুন কাণ্ড ঘটে সেখানে! তবে এই ভিডিও দেখলে চমকে যাবেন!
কলকাতা: রাণু মণ্ডলকে নিশ্চয় মনে আছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সোজা বলিউডে গান গেয়েছেন তিনি! এক সময় লতা কণ্ঠী রাণু মণ্ডলকে নিয়ে সকলের উত্তেজনা ছিল চরমে! বলিউডের হিমেশ রেশামিয়ার ছবিতে গান গেয়েও ফেলেছেন তিনি! বড় বড় টেলিভিশন শোতে দেখা গিয়েছে তাঁকে! কিন্তু সেই খুশির দিনের মেয়াদ বেশি দিন ছিল না! বছর দেড়েকের মধ্যেই ফের পথের ভিখারি রাণু মণ্ডল! তার বাড়িতে এখন ইউটিউবারদের আখড়া!
সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে আজকাল অনেকেই রোজগার করছেন! পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে নতুন ইউটিউবার! আর এই ইউটিউবারদের লিস্টে রাণু মণ্ডলের নাম থাকবেই! ভাইরাল রাণু মণ্ডলের বাড়িতে তারা একবার যাবেই ভিডিও বানাতে! ভারত শুধু না, বাংলাদেশ থেকেও ইউটিউবাররা তাঁর বাড়িতে ছুটে আসেন! সেই সব ভিডিওতে কিন্তু রাণুর গান নয়, থাকে তাঁকে নিয়ে মজা করা কিছু মুহূর্ত! যা সোশ্যাল মিডিয়ায় এলেই ভাইরাল হয়! সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে!
advertisement
advertisement
ভিডিওটি খুব নতুন নয়! দেখা যাচ্ছে এক মহিলা ইউটিউবারকে ঝাঁটা দিয়ে পেটাচ্ছেন রাণু মণ্ডল! ইউটিউবার তার দলবল নিয়ে রাণু মণ্ডলের বাড়িতে গিয়েছেন।
advertisement
নাইটি পরেই ঝাঁটা নিয়ে সেই ইউটিউবারদের তাড়া করেন রাণু মণ্ডল! মজার বিষয় হল মাঝে মধ্যেই এইভাবে ঝাঁটা নিয়ে তেড়ে গিয়ে বহু ইউটিউবারকেই বাড়ি থেকে বের করে দিয়েছেন রাণু মণ্ডল! মোট কথা রাণুর অসহায় অবস্থা বার বার উঠে এসেছে এই ভিডিও গুলোর মধ্যে দিয়ে!
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 10:55 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video-Ranu Mandal: ঝাঁটা দিয়ে মহিলা ইউটিউবারকে পেটালেন রাণু মণ্ডল! হ-হু করে ভাইরাল ভিডিও