Viral Video: এক দিনে ১০০ পুরুষের সঙ্গে সঙ্গম! কেঁদে ফেললেন নায়িকা! ভিডিও তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video: তুমুল চর্চায় ভিডিও! নতুন রেকর্ড গড়তে একদিনে হাজার পুরুষের সঙ্গে সঙ্গমের চ্যালেঞ্জ নিয়েছেন নায়িকা! গোটা বিশ্ব থেকে পুরুষরা আবেদন করতে পারবেন! জানুন

News18
News18
লন্ডন:  বড়দের ছবি মানেই অ্যাডাল্ট সিনেমা! তবে নীল ছবি বলতে কিন্তু একেবারেই অন্য কিছু বোঝায়! সম্প্রতি এমন এক খবর সামনে এসেছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে! অনলিফ্যানস-এর মডেল এবং নীল ছবির অভিনেত্রী লিলি ফিলিপস সম্প্রতি ২৪ ঘণ্টায় ১০০ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করার চ্যালেঞ্জ নিয়ে ছিলেন। এবং তারপরে তিনি সেই চ্যালেঞ্জ নিজেই ভেঙে দেন! ১০১ জনের সঙ্গে সঙ্গম করেন! এর পরেই এক নতুন চ্যালেঞ্জের কথা ঘোষণা করেন লিলি! যা শুনে তাজ্জব সকলে!
লিলি জানান, এটা একটা স্টান্টের মতো ভিডিও! পুরোটা শ্যুট করা হয়! এই ভিডিওটি ভাইরাল ভিডিও হিসেবে দেখানো হবে! সোশ্যাল মাধ্যমে পাওয়া যাবে! ভিডিওটি ডকুমেন্টারি পরিচালক জোশুয়া পিটার তৈরি করেন। এক সাক্ষাৎকারে লিলি জানান, খুব কম সময় করে এক এক জনকে পুরুষকে সঙ্গ দিতে পেরেছেন তিনি! যখন ৪০ নম্বর পুরুষের সঙ্গে সঙ্গম করছেন এই সময় তিনি ক্লান্ত হয়ে পড়েন। তবে মনে জেদ চেপে যাওয়ায় তিনি ১০১ জনের সঙ্গে সঙ্গম করতে সক্ষম হন!” তিনি এর পরেই ঘোষণা করেন ২৪ ঘণ্টায় ১০০০ পুরুষের সঙ্গে সঙ্গম করার কথা! যার জন্য তিনি একটি মেইল আইডি দেন। যেখানে সারা বিশ্বের পুরুষরা আবেদন করতে পারবেন। তবে সিলেক্ট করবেন লিলি নিজে! এই হাজার পুরুষের সঙ্গে সঙ্গমের চ্যালেঞ্জটি ২০২৫ সালের জানুয়ারি মাসে শ্যুট করা হবে।
advertisement
advertisement
advertisement
তবে লিলি জানিয়েছেন, এই পুরো বিষয়টা ভীষণ কষ্টের। শরীরে ব্যথা করতে শুরু করে একটা সময়ের পর! চিকিৎসকরা বলছেন, এক সঙ্গে এতজন পুরুষের সঙ্গে সঙ্গম কোনও মতেই স্বাস্থ্যকর নয়। এতে যৌন রোগ হতে পারে! অথবা শরীরে নানা রকম রোগ দেখা দেওয়ার সম্ভাবনাও থাকে! সব কিছু জানার পরেও লিলি হাজার পুরুষের সঙ্গে সঙ্গমের চ্যালেঞ্জটি নিজেই নিয়েছেন! তবে তিনি এও বলেছেন, ‘যে এই সঙ্গম করার জন্য তিনি অন্য কাউকে বলবেন না, কাউকে এই কাজ করতে বারণ করছেন! এটি খুব বিপদের এবং কষ্টকর একটা জার্নি!’ যদিও এর আগে লিসা স্পার্কস নামের এক নীল ছবির অভিনেত্রী একদিনে ৯১৯ জনের সঙ্গে সঙ্গমের রেকর্ড করেছেন! এখন এটাই দেখার লিলি সেই রেকর্ড ভাঙতে পারেন কিনা! এই ভিডিও আপাতত ভাইরাল!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: এক দিনে ১০০ পুরুষের সঙ্গে সঙ্গম! কেঁদে ফেললেন নায়িকা! ভিডিও তুমুল ভাইরাল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement