Viral Video: পিৎজা ডেলিভারি সংস্থার মহিলা কর্মীকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর ! ঘটনার ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video of Indore: মধ্যপ্রদেশের ইনদওরে এক মহিলা পিৎজা ডেলিভারি কর্মীকে যে ভাবে মারধর খেতে হয়েছে, সেই ভিডিও দেখে যে কেউ চমকে উঠবে ৷
ইনদওর: পিৎজা ডেলিভারি বা ফুড ডেলিভারি দিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, এমন উদাহরণ অনেক রয়েছে ৷ কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশের ইনদওরে এক মহিলা পিৎজা ডেলিভারি কর্মীকে যে ভাবে মারধর খেতে হয়েছে, সেই ভিডিও দেখে যে কেউ চমকে উঠবে (Viral Video) !
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মারধর করছে চারজন মহিলা ৷ লাথি, থাপ্পড়- কিছুই মারতে বাকি রাখেনি তারা ৷ ভিডিওতে দেখা গিয়েছে ওই মহিলা পিৎজা ডেলিভারি কর্মী বারবার অনুরোধ করা সত্ত্বেও তাকে মেরেই চলেছে ওই চার মহিলার দল ৷ যন্ত্রণায় চিৎকার করছেন, হাতজোড় করে অনুরোধ করছেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ৷ কিন্তু কে কার কথা শোনে ৷ মহিলা কর্মীকে রাস্তায় মারধর করেই গিয়েছে ওই মহিলার দল ৷
advertisement
A woman, who seemed to be a #Domino's Pizza employee, was brutally beaten up by a group of women in Madhya Pradesh's Indore, allegedly for staring at them.#MadhyaPradesh #Indore #ViralVideo pic.twitter.com/MLzt3Y84a6
— News18 (@CNNnews18) June 14, 2022
advertisement
advertisement
যন্ত্রণায় কাতরাতে থাকা ওই পিৎজা ডেলিভারি সংস্থার মহিলা কর্মচারীকে বলতে শোনা যায় যে তিনি গিয়ে পুলিশে অভিযোগ করবেন। এরপরে ওই চার মহিলা উত্তর দেয়, ‘যাও গিয়ে অভিযোগ করো’। মেয়েটি শেষ পর্যন্ত পাশের একটি বাড়িতে লুকিয়ে পড়ে কোনওমতে নিজের প্রাণ বাঁচায় বলে জানা গিয়েছে ৷
Location :
First Published :
June 15, 2022 5:00 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: পিৎজা ডেলিভারি সংস্থার মহিলা কর্মীকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর ! ঘটনার ভিডিও ভাইরাল