Viral Video: অর্ডার দেওয়া খাবার খাচ্ছে ডেলিভারি বয়! ট্রাফিক সিগন্যালে ঘটল ঘটনা, ভাইরাল ভিডিও

Last Updated:

দেখা গিয়েছে ট্র্যাফিক সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ডেলিভারি বয় গ্রাহকের অর্ডার করা খাবার খাচ্ছে।

খাবার ডেলিভারি করার সময় ডেলিভারি বয় খাবার খেয়ে নিয়েছে এই অভিযোগ বহুবার উঠে এসেছে। তা নিয়ে সাধারণ মানুষ থেকে তারকরা সকলেই দেখা গিয়েছে সরব হতে। আবার অনেক সময় এর উল্টো চিত্রও দেখা গিয়েছে। অনেকে এই ডেলিভারি বয়দের সপক্ষে কথা বলেছেন। মানবিক ভাবে ভাবার জন্য তাঁরা বার্তা দিয়েছেন। কে সঠিক সে নিয়ে অবশ্য আলোচনার শেষ নেই, তার মাঝেই ভাইরাল এক ভিডিও। যেখানে দেখা গিয়েছে ট্র্যাফিক সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ডেলিভারি বয় গ্রাহকের অর্ডার করা খাবার খাচ্ছে।
দেখা যায় একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে একটি বাইক। বাইকে ডেলিভারি বয়। যার কাছে রয়েছে একটি খাবারের বাক্স। ভিডিওয় দেখা গিয়েছে হঠাৎ গ্রাহকের অর্ডার করা খাবারের বাক্সের মধ্যে হাত ঢুকিয়ে দেন তিনি। বের করে আনেন ডেলিভারি দিতে যাওয়া খাবার। ভিডিওটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। চারিদিকে একবার সতর্ক ভাবে চোখ বুলিয়ে মুখে পুরে দিলেন খাবার।
advertisement
advertisement
ওই সিগন্যালের কিছুটা দূরে দাঁড়িয়েছিল একটি গাড়ি। সেই গাড়ির যাত্রী পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন। তারপর তা প্রকাশ করে স্যোশাল মিডিয়ায়। গ্রাহকের অর্ডার করা খাবারের বাক্স থেকে খাবার বের করে খাচ্ছে ডেলিভারি বয় স্বয়ং। আর তা নিয়েই হইচই শুরু হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।
advertisement
তাই আবারও খাবার ডেলিভারি করার সময় ডেলিভারি বয় খাবার খেয়ে নিয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ভিডিওটি দেখে আবার সরবরাহ ডেলিভারি বয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই দাবিও তুলেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অর্ডার দেওয়া খাবার খাচ্ছে ডেলিভারি বয়! ট্রাফিক সিগন্যালে ঘটল ঘটনা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement