Chandrayaan-3: চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩, ইতিহাস গড়ার পথে এগোল ভারত
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যের পর সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপিত হয়েছে চন্দ্রযান।
চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যের পর সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপিত হয়েছে চন্দ্রযান। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে চাঁদ এবং যানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব যখন ছিল তখনই এটি কক্ষপথ পরিবর্তন করেছে।
পরবর্তীতে কক্ষপথের দূরত্ব কমানোর কাজটি করা হবে। এই দূরত্ব কমতে শুরু করবে আগামিকাল রাত ১১টার পর থেকে। এর আগে ইসরোর পক্ষ থেকে বলা হয়েছিল আগামী ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরন করবে চন্দ্রযান।
advertisement
পৃথিবী থেকে চাঁদে পৌছতে সময় লাগবে মোট ৪০ দিন। শনিবার তার মধ্যে ২২তম দিন সম্পূর্ণ হল। এই ২২ দিন ধরে মিশন অপারেশন কমপ্লেক্স থেকে চন্দ্রযানের উপর নজর রাখছেন বিজ্ঞানীরা।
advertisement
Chandrayaan-3 Mission:
The spacecraft has covered about two-thirds of the distance to the moon.Lunar Orbit Injection (LOI) set for Aug 5, 2023, around 19:00 Hrs. IST. pic.twitter.com/MhIOE65w3V
— ISRO (@isro) August 4, 2023
advertisement
বিজ্ঞানীরা বলছেন আগামী ১৭ দিন অতন্ত্য গুরুত্বপূর্ণ। চন্দ্রযানের কক্ষপথে প্রবেশ করার পর ইসরোর দ্বিতীয় চ্যালেঞ্জ সফট ল্যান্ডিং। ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞান আগামী মূল যান থেকে আগামী ১৭ অগাস্ট বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসরোর হিসাব অনুসারে ঠিক তার ছ’দিন পর চাঁদে অবতরণ করবে যানটি। শেষবারে এই অবতরণের সময়ই বিপদ ঘটেছিল তাই এবারেও সেই সময়টি নিয়ে উত্কণ্ঠা কাটছে না বিজ্ঞানীদের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 8:58 PM IST