Viral Video: মট মট করে হাড় ভাঙার শব্দ! কুকুরদের সঙ্গে এ কী কাণ্ড ঘটাচ্ছেন যুবক? ভাইরাল ভিডিওটি দেখলে চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video of Dogs: কারও ঘাড়ে চোট, কারও কোমরে চোট, কারও আবার মেরুদণ্ড। ভাইরাল ভিডিওটি দেখলে বিশ্বাস করতে পারবেন না।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয় প্রতিদিন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ-বিনোদন-রাজনীতি-খেলা-পশুপাখির ভিডিও দেখতে সকলেই ভালবাসেন। তবে এরই মধ্যে ফেসবুকে ‘থিংস ইউ ডোন্ট নো’ নামে একটি পেজে কুকুরদের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আর নিমেষে সেই ভিডিও নজর কেড়েছে নেটিজেনের।
কী রয়েছে এই ভিডিওতে? দেখা যাচ্ছে হাড়ের ডাক্তার মুরাট একের পর এক কুকুরকে হাত দিয়ে জাপটে ধরে মট মট করে ঘুরিয়ে দিচ্ছেন। আর কুকুরগুলি অবাক হয়ে মুরাটের দিকে তাকিয়ে বসে রয়েছে। খানিক বাদে বুঝতে পারা যাচ্ছে, আসলে কুকুরদের কায়রোপ্র্যাকটরের কাজ করছেন মুরাট।
advertisement
advertisement
এককথায় হাড়ের ডাক্তার। সার্ভাইকাল বিভিন্ন সমস্যায় মানুষের মতো ভোগে কুকুর-বিড়াল-সহ সমস্ত জীবজন্তু। কারও ঘাড়ে চোট, কারও কোমরে চোট, কারও আবার মেরুদণ্ড। কায়রোপ্র্যাকটরদের কাজ হাড়ের এই স্থানচ্যুতিকে হাতের কারসাজিতে নিমেষে ঠিক করে দেয়।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ‘বুড়ি’ জীবিত মুরগিকে চেনেন? নাম পিনাট; টিভি দেখে-দই খায়! ওর কাণ্ড জানলে চমকে যাবেন
view commentsভিডিওতেও তেমনই দেখা গিয়েছে। জার্মানির কায়রোপ্র্যাকটর মুরাটের কাণ্ড কারখানা দেখে চমকে উঠছেন নেটিজেন। দেখা যাচ্ছে, ঘাড়-কোমর-মেরুদণ্ড-হাত-পায়ের হাড়ের স্থান থেকে বিচ্যুতি মট মট শব্দে ঠিক করে দিচ্ছেন মুরাট। আর নিমেষের মধ্যে যেন ব্যথা-বেদনাকে ভুলে গিয়ে নতুন প্রাণ ফিরছে কুকুর-বিড়ালগুলির।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2023 4:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মট মট করে হাড় ভাঙার শব্দ! কুকুরদের সঙ্গে এ কী কাণ্ড ঘটাচ্ছেন যুবক? ভাইরাল ভিডিওটি দেখলে চমকে যাবেন