Viral Video: খবরের মাঝেই শরীরী খেলা! নিউজ চ্যানেলের স্ক্রিনে কী হচ্ছে ওটা? চূড়ান্ত ভাইরাল ভিডিও...

Last Updated:

Viral Video: অনেকেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর তাতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।

দিন কুড়ি আগেও একই অভিযোগে মুবিনার উপর চড়াও হয়েছিল অটোচালক। সেবার শারীরিক নির্যাতন এমন পর্যায়ে ছিল যে মুবিনাকে হাসপাতালে ভরতি করতে হয়।
দিন কুড়ি আগেও একই অভিযোগে মুবিনার উপর চড়াও হয়েছিল অটোচালক। সেবার শারীরিক নির্যাতন এমন পর্যায়ে ছিল যে মুবিনাকে হাসপাতালে ভরতি করতে হয়।
#ওয়াশিংটন: ভরসন্ধেবেলা আবহাওয়ার খবর পড়ছিলেন সঞ্চালিকা। আর পাঁচটি সাধারণ দিনের মতোই চলছিল নিউজ (Viral Video)। কিন্তু আবহাওয়ার খবর পড়ার সময়ই ঘটে গেল বিপত্তি। স্ক্রিনে আবহাওয়ার খবরের পাশাপাশি হঠাৎ করেই চলতে শুরু করল পর্নোগ্রাফির (Porn Video)  ছবি। টানা ১৩ সেকেন্ড ধরে স্ক্রিনে সেটাও দেখলেন দর্শকরা। আর দেখে তো চক্ষু চড়কগাছ সকলের। সম্প্রতি এমনটাই ঘটেছে আমেরিকার (United States) একটি টিভি চ্যানেলে। ওয়েদার রিপোর্টের মাঝেই চলেছে পর্ন ভিডিওর (Viral Video) শরীরী খেলা।
আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, KERM 2 নামে ওয়াশিংটনের ওই টিভি চ্যানেলে গত ১৭ অক্টোবর ঘটনাটি ঘটে। সেসময় আবহাওয়ার খবর পড়ছিলেন আবহবিদ মিচেল বস। সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ খবরের মাঝেই চলতে শুরু করে পর্ন  (Porn Video) ছবির একটি ভিডিও ক্লিপ। সঞ্চালিকা দিব্যি পড়ে চলছিলেন আবহাওয়ার রিপোর্ট। কিন্তু তাঁর পিছনে বাঁ-দিকের একটি স্ক্রিনে চলতে শুরু করে কোনও একটি পর্ন ছবির সেন্সরড দৃশ্য।
advertisement
advertisement
প্রায় ১৩ সেকেণ্ড ধরে সেটি (Porn Video) চলে। সেসময় সংবাদ চ্যানেলটির সঞ্চালিকা কিংবা ওই আবহবিদ কেউই বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর তাতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও (Viral Video)।
advertisement
অবশ্য ঐদিন রাত ১১টা নাগাদ ক্ষমা চায় KERM নিউজ চ্যানেল। এমনটাই জানিয়েছে একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর। ক্ষমা চেয়ে নিয়ে সেসময় চ্যানেলের সঞ্চালিকা বলেন, “আমাদের শোয়ে প্রথমবার একটি আপত্তিকর ভিডিও (Viral Video) প্রকাশিত হয়েছে। এই ধরনের অবাঞ্চিত ঘটনা আর যাতে না ঘটে, সেদিকে পরবর্তী সময়ে আমরা খেয়াল রাখব।”
advertisement
এরমধ্যে স্থানীয় পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনার পরপরই অনেক দর্শক পুলিশ স্টেশনে ফোন করে এই প্রসঙ্গে অভিযোগ জানান। তাই তাঁরা ঘটনাটির তদন্ত শুরু করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই সামনে এসেছে। স্পোকেন পুলিশের স্পেশাল ভিকটিমস ইউনিট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রেসপন্স ইউনিট ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নেট পারে ইতিমধ্যেই সুরের ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও (Porn Video)।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: খবরের মাঝেই শরীরী খেলা! নিউজ চ্যানেলের স্ক্রিনে কী হচ্ছে ওটা? চূড়ান্ত ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement