Viral Video: গাড়ি থেকে ঝালরের মতো ঝুলছে চিপসের প্যাকেট! বিয়ের আসরে নামলেন বর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Viral Video: চার চাকা সাদা গাড়ি। ছাদ থেকে বনেট পর্যন্ত সর্বত্র ঝালরের মতো ঝুলছে চিপসের প্যাকেট। জানলাও বাদ যায়নি। লাল, নীল, সবুজ, হলুদ, আকাশি, নানা রঙের বিভিন্ন কোম্পানির চিপস।

গাড়ি থেকে ঝালরের মতো ঝুলছে চিপসের প্যাকেট! বিয়ের আসরে নামলেন বর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
গাড়ি থেকে ঝালরের মতো ঝুলছে চিপসের প্যাকেট! বিয়ের আসরে নামলেন বর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কত বিচিত্র রকমের শখই না থাকে মানুষের! কিন্তু তাই বলে চিপসের প্যাকেট! সাধারণত ফুল দিয়ে সাজানো হয় বরের গাড়ি। এটাই চিরাচরিত পদ্ধতি। তবে ইদানীং স্কুটারে চেপে কিংবা জেসিবি চড়েও বিয়ের আসরে হাজির হতে দেখা গিয়েছে বরকে। ফুলের বদলে চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়ে বর বিয়ে করতে আসছে, এমন দৃশ্য কস্মিনকালেও দেখেছে কেউ।
চার চাকা সাদা গাড়ি। ছাদ থেকে বনেট পর্যন্ত সর্বত্র ঝালরের মতো ঝুলছে চিপসের প্যাকেট। জানলাও বাদ যায়নি। লাল, নীল, সবুজ, হলুদ, আকাশি, নানা রঙের বিভিন্ন কোম্পানির চিপস। সেই সব প্যাকেটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বরের মুখ। এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, “জবরদস্ত”।.
advertisement
advertisement
‘সতপাল ৫৬৯’ নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও-ও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চিপসের প্যাকেট দিয়ে সাজানো গাড়িতে বিবাহ বাসরে ঢুকছেন বর। এমন গাড়ি দেখতে ভিড় জমিয়েছেন কচিকাঁচারা। ছুটে এসেছেন বড়রাও। চলছে মুখ টিপে হাসাহাসি। ইতিমধ্যেই ৭৭ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটির। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
advertisement
কমেন্টে একজন লিখেছেন, “চিপস বিক্রি করতে হবে বলে এই ভাবে”! আরেকজনের সরস মন্তব্য, “ব্রো গাড়ির বিল্ড কোয়ালিটি বাড়াচ্ছে। কারণ এটা সুজুকি”। আরেকজন তো এমন ‘সাজ’ দেখে অনুপ্রাণিত। হাসির ইমোজি দিয়ে লিখেছেন, “ভাইয়ের বিয়ের সময় আমিও এভাবে গাড়ি সাজাব”। এক মহিলা ইউজার লিখেছেন, “আমার বর যেন এভাবেই আমাকে বিয়ে করতে আসে”।
advertisement
এসব আসলে আকর্ষণ টানার খেলা। উত্তরপ্রদেশের সাহারানপুরে পাজামা-পাঞ্জাবি পরিহিত বর এসইউভি-র মাথায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিয়ে করতে যাচ্ছিলেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এভাবে জাতীয় সড়ক দিয়ে যাওয়ায় বরের গাড়ি আটক করে পুলিশ। খাতৌলি সার্কেল অফিসার, যতেন্দ্র সিং নগর বলেন, “জাতীয় সড়কে স্টান্ট করার জন্য বরের গাড়ি আটক করা হয়েছে”। যদিও অন্য একটি গাড়িতে বরকে বিয়ে করতে যাওয়ার অনুমতি দিয়েছিল পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গাড়ি থেকে ঝালরের মতো ঝুলছে চিপসের প্যাকেট! বিয়ের আসরে নামলেন বর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement