গঙ্গায় পুজো দিতে গিয়ে এ কী কাণ্ড ! নিমেষেই গায়েব হয়ে গেল এই জিনিস, ভাইরাল ভিডিও

Last Updated:

ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি মেয়ে নারকেল নিয়ে গঙ্গায় নেমেছিলেন ৷ কিন্তু যেই তিনি নারকেল পুজোর জন্য অর্পন করেন, তৎক্ষণাৎই অন্য একটি মহিলা এসে গঙ্গার জল থেকে নারকেল তুলে নিয়ে চলে যান !

নিমেষেই গায়েব হয়ে গেল এই জিনিস (Instagram video grab)
নিমেষেই গায়েব হয়ে গেল এই জিনিস (Instagram video grab)
গঙ্গায় স্নানের ইচ্ছা সকলের মনেই থাকে। এই কারণেই যখন প্রয়াগরাজে এই বছর কুম্ভের মেলা হয়, তখন কোটি কোটি মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। অবস্থা এমন ছিল যে বেশ কিছু সময়ে দেশের দীর্ঘতম যানজটের দেখাও এবার সেখানে মেলে। এই কুম্ভের মেলায় অনেক চমৎকার দৃশ্যও দেখা গিয়েছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছে। এমনই একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি মেয়ে নারকেল নিয়ে গঙ্গায় নেমেছিলেন ৷ কিন্তু যেই তিনি নারকেল পুজোর জন্য অর্পন করেন, তৎক্ষণাৎই অন্য একটি মহিলা এসে জল থেকে নারকেল তুলে নিয়ে চলে যান !
ঘটনায় স্বভাবতই অবাক হন ওই মহিলা ৷ ভিডিও দেখে হাসির রোলও ওঠে নেটিজেনদের মধ্যে ৷
advertisement
advertisement
ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘‘এত জলদি কি ছিল বোন তোর’’ এবং কমেন্ট সেকশনে লেখা হয়েছে, ‘চোখের পলক ফেলতেই…’ ৷ এটা সত্যি যে তীর্থস্থানগুলির ঘাটে এমন দৃশ্যই প্রায়শই দেখা যায় এখন।
advertisement
ভিডিওটি Instagram-এ @ps.reacts.05 অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং এটি এখনও পর্যন্ত ১১ কোটির বেশি ভিউ পেয়েছে। কমেন্ট সেকশনে মানুষ মজার কমেন্ট করেছে। একজন ইউজার লিখেছেন, ‘‘এক মিনিটেই আবেগ বদলে গেল…’’ আরেকজন লিখেছেন, ‘‘কত তাড়াতাড়ি নারকেল তুলে নিল!’’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গঙ্গায় পুজো দিতে গিয়ে এ কী কাণ্ড ! নিমেষেই গায়েব হয়ে গেল এই জিনিস, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement