Viral Video: ১৫ বছর ধরে চক খেয়ে বেঁচে আছেন মহিলা! কারণ অবাক করবে! মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: চক খেলেই পেট ভরে যাচ্ছে! শরীরে রোগ বাসা বাঁধেনি তো মহিলার? ভিডিও দেখলে চমকে যাবেন! গপ গপ করে চক খাচ্ছেন তিনি

তেলঙ্গানা:  কী কাণ্ড! কত মানুষ কত কিছু খেয়ে বেঁচে থাকে! যেমন কেউ একেবারে নিরামিষ খাবার খান। পেঁয়াজ-রসুন পর্যন্ত ছুঁয়ে দেখেন না! তেমনই কেউ কেউ আবার মাছ-মাংস ছাড়া খাবার মুখেই তুলতে পারেন না! আবার অনেকে না খেতে পেয়ে কাটিয়ে দেয় দিন! আমাদের দেশে মানুষের নানারকম খাদ্যের অভ্যাস দেখতে পাওয়া যায়! কিন্তু তাই বলে চক খাওয়া? হ্যাঁ ঠিক পড়েছেন তেলেঙ্গানার এক মহিলা শেষ ১৫ বছর ধরে শুধু চক খেয়েই বেঁচে আছেন!
তেলঙ্গানার বন্দনখাল ভিলেজে থাকেন মাল্যাভা! বয়স হয়েছে অনেকটাই। শেষ ১৫ বছর ধরে শুধু চক খেয়েই বেঁচে আছেন তিনি। কিন্তু চক কেন খাচ্ছেন? এতে তো শরীর খারাপ হতে পারে! চক খাওয়ার কথা শুনে অনেকেই চমকে গিয়েছেন। জানা যায়, বেশ কিছু বছর আগে কাজ থেকে বাড়ি ফেরে মাল্যাভা! দুপুরের খাবার খাওয়ার জন্য! কিন্তু খাবার খেতে গিয়ে ঘটে আর এক কাণ্ড!
advertisement
আরও পড়ুন: 
advertisement
তাঁর ভাতের থালায় ভর্তি পোকা দেখতে পান তিনি। সেই ভাত সঙ্গে সঙ্গে ফেলে দেন। ঘরে খাবার মতো আর কিছুই ছিল না। এদিকে খিদেয় পেটে আগুন জ্বলছে। ঠিক সে সময় মাল্যাভার চোখ পড়ে কয়েকটি চকের উপর। খিদে মেটাতে চক-গুলো খেয়ে নিয়ে কুয়োর জল খেয়ে নেন তিনি। মুহূর্তে তাঁর খিদে মিটে যায়!
advertisement
গরীব মাল্যাভা এবার রোজ একটু একটু করে চক খেতে শুরু করেন। এতে অন্য খাবারের প্রতি তাঁর অনিহা তৈরি হয়! ধীরে ধীরে দুপুরের, রাতের সব খাবার বাদ দেন তিনি। শুধু চক আর কুয়োর জল খেয়েই পেট ভরিয়ে নিচ্ছেন এই বয়স্ক মহিলা! জানা যায়, ১৫ বছর ধরে চক খেয়ে বেঁচে থাকার পরেও কোনও শারীরিক অসুবিধে নেই তাঁর। এখন চক খাওয়া তাঁর অভ্যেসে পরিণত হয়েছে। ভাল খাবার থাকলেও খেতে ইচ্ছে করে না। জানা যায়, চকের বদলে পর পর যদি অন্য সাধারণ খাবার তিনি খান, তাতেই নাকি তাঁর শরীর খারাপ হয়। এই খবর সামনে আসার পর থেকে চমকেছেন বহু মানুষ!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ১৫ বছর ধরে চক খেয়ে বেঁচে আছেন মহিলা! কারণ অবাক করবে! মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement