অন্তঃসত্ত্বার ভাড়া লাগবে না, গাড়িতে নোটিস দিয়ে মন কাড়লেন ই-রিকশা চালক, নেটিজেনরা বলছেন মানবিকতা এখনও হারিয়ে যায়নি

Last Updated:

E-Rickshaw driver humanity Viral Video: ভিড়ের মধ্যে কোনও অন্তঃসত্ত্বা থাকলে তাঁকে জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, বসতে দেওয়া হচ্ছে, এমনটাও বড় একটা চোখে পড়ে না। সেই জায়গা থেকেই নিজের গাড়িতে এক নোটিস দিয়ে এবার সোশ্যাল মিডিয়ার মন জয় করেছেন এক ই-রিকশা চালক।

গাড়িতে নোটিস দিয়ে মন কাড়লেন ই-রিকশা চালক (Photo: Instagram/@atoz_jabalpur)
গাড়িতে নোটিস দিয়ে মন কাড়লেন ই-রিকশা চালক (Photo: Instagram/@atoz_jabalpur)
জবলপুর: মানবিকতার নজির আজকাল সমাজে বড় বিরল, তা খুব একটা চোখে পড়ে না বললেই হয়। একটা উদাহরণ দেওয়া যাক, যার সাক্ষী আমরা সবাই। প্রবীণ নাগরিকদের জন্য বাসে, মেট্রোয় আসন নির্দিষ্ট করা থাকে ঠিকই। কিন্তু তা ভরে গেলে অন্য প্রবীণ নাগরিকেরা যখন দাঁড়িয়ে থাকেন, কেউ তাঁদের চট করে আসন ছেড়ে দিতে চান না। একই কথা মহিলাদের জন্যেও প্রযোজ্য। অনেকে বলতেই পারেন পুরুষেরা যখন দাঁড়িয়ে যাচ্ছেন, মহিলারাই বা পারবেন না কেন! কথাটা ঠিক, মহিলারাও আসন দাবি করেন না তাঁদের জন্য নির্দিষ্ট জায়গা ভরে গেলে। কিন্তু ভিড়ের মধ্যে কোনও অন্তঃসত্ত্বা থাকলে তাঁকে জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, বসতে দেওয়া হচ্ছে, এমনটাও বড় একটা চোখে পড়ে না। সেই জায়গা থেকেই নিজের গাড়িতে এক নোটিস দিয়ে এবার সোশ্যাল মিডিয়ার মন জয় করেছেন এক ই-রিকশা চালক।
জানা গিয়েছে যে ঘটনাটি মধ্য প্রদেশের। atoz_jabalpur নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে ওই ই-রিকশা চালককে নিয়ে একটি ছোট ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি রোজকার মতোই তাঁর গাড়ি নিয়ে বেরিয়েছেন পথে। তিনি ই-রিকশা চালাচ্ছেন, ঘটনাটি রেকর্ড করা হচ্ছে ক্যামেরায়। এবার ক্যামেরা একটু জুম করা হতেই যেখানে ওই ব্যক্তি বসে আছেন, সেই চালকের আসনের ঠিক পিছনে এক নোটিস চোখে পড়েছে। সেই নোটিসে হিন্দিতে লেখা রয়েছে- অন্তঃসত্ত্বার জন্য কোনও ভাড়া লাগবে না। এখানেই শেষ নয়, ওই ই-রিকশা চালক একই সঙ্গে তাঁর মোবাইল নম্বরও দিয়ে রেখেছেন। বুঝে নিতে অসুবিধা নেই যে কোথাও যাতায়াতের প্রয়োজন হলে তিনি অন্তঃসত্ত্বাদের বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকেন।
advertisement
advertisement
advertisement
সঙ্গত কারণেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছে। এখনও পর্যন্ত atoz_jabalpur হ্যান্ডেলের ওই ইনস্টাগ্রাম ভিডিও ৪২৪,৮৪৩ লাইক পেয়েছে। একই সঙ্গে বন্যা বয়ে গিয়েছে কমেন্টেরও। বেশিরভাগ ইউজারই এই বিষয়ে একমত যে মানবিকতা এখনও সমাজ থেকে লুপ্ত হয়ে যায়নি। আরেকজন একটু স্পষ্ট করে মন্তব্য করেছেন যে দরিদ্রের মধ্যেই বিশেষ করে এই মানবিকতা জাগ্রত রয়েছে। অন্য এক ইউজার অ্যাকাউন্ট হোল্ডারের কাছে ওই ই-রিকশা চালকের বিশদ বিবরণ চেয়েছেন, বলে তিনি তাঁকে পুরস্কৃত করবেন। নোটিসের পাশাপাশি ওই ই-রিকশা চালকের অনাবিল হাসিও মন জয় করে নিয়েছে সবার!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
অন্তঃসত্ত্বার ভাড়া লাগবে না, গাড়িতে নোটিস দিয়ে মন কাড়লেন ই-রিকশা চালক, নেটিজেনরা বলছেন মানবিকতা এখনও হারিয়ে যায়নি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement