Viral Video: বৃন্দাবনে চরণামৃত ভেবে এসি-র জল খাচ্ছে ভক্তরা! অন্ধবিশ্বাসে কী দশা মানুষের! দেখুন ভয় ধরানো ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: মথুরার ঐতিহাসিক বাঁকেবিহারী মন্দিরের যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে আঁতকে উঠছে দেশবাসী।
মথুরা: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। কিন্তু মথুরার ঐতিহাসিক বাঁকেবিহারী মন্দিরের যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে আঁতকে উঠছে দেশবাসী। অন্ধবিশ্বাস কোথায় পৌঁছে গেলে এমনটা হতে পারে! প্রশ্ন তুলেছেন নেটিজেন।
ভিডিওতে দেখা গিয়েছে, ভক্তরা মন্দিরের দেওয়ালের হাতির-মূর্তি দিয়ে জল পড়ছে। আর আমজনতা সেই জল চরণামৃত ভেবে পান করছেন। রীতিমতো হুড়োহুড়ি করে সেই জলপান করার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই জল আসলে এসির জল বলে জানা গিয়েছে। এই জলপানের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।
advertisement
Serious education is needed 100%
People are drinking AC water, thinking it is ‘Charanamrit’ from the feet of God !! pic.twitter.com/bYJTwbvnNK
— ZORO (@BroominsKaBaap) November 3, 2024
advertisement
আরও পড়ুন: সকাল না বিকেল, কোন সময় হাঁটা শরীরের জন্য সবচেয়ে ভাল? চিকিৎসকের চমকে দেওয়া পরামর্শ
মথুরার বাঁকে বিহারী মন্দিরের নাম জগৎ জোড়া। বিশ্বের নানান প্রান্ত থেকে উত্তর প্রদেশের এই মন্দিরে অগণিত মানুষের ভিড় হয়। মন্দিরের ওই অংশে হাতির আদলের কারুকার্যের থেকে পড়া জলের বিন্দু কোনও ভক্ত কাগজের কাপে সংগ্রহ করছেন, কেউ আবার হাতের তালুতে নিয়েই মুখে নিয়ে নিচ্ছেন। এই জল পেয়ে তাঁরা বেশ খুশি। তাঁরা মনে করছেন এই দল আসলে পবিত্র চরণামৃত। যা সেই জায়গা দিয়ে এসে পড়ছে।
advertisement
আরও পড়ুন: আপনার কি খুব কান চুলকায়? কোন রোগের লক্ষণ এটি? উপকার পেতে জানুন ডাক্তারের পরামর্শ
এদিকে, ‘জাগরণ’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই জল এসির থেকে আসছে। হাতির মুখের আদলের ওই কারুকার্যের পাইপ দিয়ে ওই জল বের হচ্ছিল। রিপোর্ট দাবি করছে, যা ভক্তরা ‘চরণামৃত’ বলে মনে করছেন, তা আসলে এসির থেকে আসা জল। যা পানযোগ্য একেবারেই নয়। এতে বহু মানুষের অসুস্থ হয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 6:51 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বৃন্দাবনে চরণামৃত ভেবে এসি-র জল খাচ্ছে ভক্তরা! অন্ধবিশ্বাসে কী দশা মানুষের! দেখুন ভয় ধরানো ভিডিও