Viral Video: বাইকে একে অপরকে জড়িয়ে যুবক-যুবতী! দিল্লি জুড়ে চলল অশ্লীল কাণ্ড! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: এবার মেট্রো নয়! দিল্লির রাস্তায় ঘটল এই কাণ্ড! তুমুল শোরগোল! যা করল যুবক-যুবতী!
দিল্লি: দিল্লি মানেই আজকাল ভাইরাল কাণ্ড! সে মেট্রোতে ছোট্ট পোশাক পরা হোক বা চুমু। তরুণ-তরুণীদের নানা কাণ্ডে প্রতিদিন খবরে উঠে আসে দিল্লি। বেশ কিছু ভাইরাল ভিডিও অবাক করেছে আগেও। তবে যুবক-যুবতীদের এই সব কাণ্ডকে কটাক্ষ যেমন করা হয়, তেমন সহমত পোষণও কিন্তু করে অনেকেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে শোরগোল শুরু হয়েছে। এই ভিডিওতে শুধু কটাক্ষই জুটেছে।
সম্প্রতি নিউ দিল্লির মঙ্গলপুরি ফ্লাইওভারে এক প্রেমিক-প্রেমিকা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। দেখা যাচ্ছে বাইকে করে নিজের প্রেমিকাকে নিয়ে যাচ্ছে এক যুবক! সে যেতেই পারে! এ আর অবাকের কী।
Idiot’s of Delhi
Time – 7:15pm
Day – Sunday 16-July
Outer Ring Road flyover, Near Mangolpuri@dtptraffic pic.twitter.com/d0t6GKuZS5— 𝖀𝖗𝖇𝖆𝖓 𝖀𝖙𝖘𝖆𝖛 🗨️ (@Buntea) July 16, 2023
advertisement
অবাক হবেন ওই যুবক যুবতীর কাণ্ড দেখলে। ওই যুবতী বাইকের পেট্রোল ট্যাঙ্কের উপরে উল্টো হয়ে বসে প্রেমিকা। জড়িয়ে ধরে আছে তার প্রেমিককে। প্রেমিকাকে এক হাতে বুকে জড়িয়ে অপর হাতে বাইক চালাচ্ছে যুবক। এই ভিডিও দেখেই শোরগোল শুরু হয়।
advertisement
ওই বাইকের পিছনে থাকা একটি গাড়ি থেকে গোটা ঘটনার ভিডিও করা হয়। এবং ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভিডিও তোলা ব্যক্তি। তাদের দাবি এভাবে বাইক চালানো একেবারেই উচিত নয়। ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। তবে এই ভিডিওতে যেভাবে অশ্লীলতা করছিল ওই যুবক-যুবতী, তা মেনে নিতে পারছেন না অনেকেই। এই ভিডিও আপাতত ভাইরাল।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 8:18 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বাইকে একে অপরকে জড়িয়ে যুবক-যুবতী! দিল্লি জুড়ে চলল অশ্লীল কাণ্ড! ভাইরাল ভিডিও