Viral Video: গোলের দিন অতীত...! সাইকেলের চৌকো চাকা? দেখেই চোখ কপালে উঠল সবার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: এবার সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল এই ব্যক্তি, এমন একটা সাইকেল বানিয়ে ফেলেছেন যার চাকাগুলো গোলাকার নয়, বরং চৌকো।
ভাইরাল ভিডিও: আগুনের মতো চাকার আবিষ্কারও বদলে দিয়েছে মানুষের জীবন। আর কে না জানে যে চাকা মাত্রেই তা গোলাকার! একটা সময় চাকার আবিস্কারই একের পর এক মানুষের জীবনে এনেছে গতি। এনেছে গরুর গাড়ি, সাইকেল, মোটর সাইকেল ইত্যাদি। এমনকি ট্রাক, ট্রেন এবং প্লেনের চাকাও গোলাকারই তো হয়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল এই ব্যক্তি, এমন একটা সাইকেল বানিয়ে ফেলেছেন যার চাকাগুলো গোলাকার নয়, বরং চৌকো।
হ্যাঁ, ঠিক একটা বাক্সের মতো, বর্গাকার চাকা এই সাইকেলে। ছবিটা দেখার পর প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল কী ভাবে নড়বে এই চাকা? আদৌ কী চালানো যাবে এই সাইকেল? কিন্তু আপনি যখন ভিডিওটি দেখবেন এবং বর্গাকার চাকা দিয়ে সাইকেলটি বেশ মসৃণভাবেই চলছে দেখবেন তখন আপনার মাথা ঘুরে যাবে নিশ্চিত।
advertisement
advertisement
ভাইরাল এই সাইকেল দেখে আপনি অবাক হবেন আর ভাববেন কী ভাবে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটল। আসলে, আমরা বিষয়টি গভীরভাবে না দেখলেও বাস্তবে কিন্তু একটি সাইকেলের চাকা ঘোরেই না, ঘোরে আসলে এটির রাবারটি। কী ভাবে? ভিডিওটি দেখলে আপনি এটি সঠিকভাবে বুঝতে পারবেন।
advertisement
How The Q created a bike with fully working square wheels (capable of making turns)
[full video: https://t.co/wWdmmzRQY3]pic.twitter.com/bTIWpYvbG1 — Massimo (@Rainmaker1973) April 11, 2023
যদিও এই ভিডিও দেখে অনেকেই ভাবছেন, এত কিছু করার কী দরকার ছিল।বর্গাকার চাকার প্রয়োজনই বা কী? তবে এই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হয়নি এমন মানুষ নেট দুনিয়ায় এখন বিরল। ভিডিওটি ১১ এপ্রিল ট্যুইটার হ্যান্ডেল @Rainmaker1973 দ্বারা একটি শিরোনাম-সহ পোস্ট করা হয়েছিল। ক্যাপশনটি ছিল, কী ভাবে স্কয়ার হুইল-সহ দ্য কিউ এই বাইকটি তৈরি করেছে?
advertisement
ইতিমধ্যেই ৩৮ লাখ ভিউ ও ৩৩ হাজার লাইক পেয়েছে ভিডিওটি। মানুষ ভাবছে কী ভাবে চৌকো চাকা নিয়ে চলছে এই আশ্চর্য সাইকেলটি? এক ব্যক্তি লিখেছেন, এটা করার কী দরকার ছিল? আরেকজন লিখেছেন ভাই, এটাকে বলে অপ্রয়োজনীয় বিদয়াত।
অন্যদিকে, নেটিজেনদের মধ্যে কেউ কেউ এই কনসেপ্টটি খুবই পছন্দ করেছেন। একজন লিখেছেন তিনি এই বর্গাকার চাকার সাইকেলের ভক্ত হয়ে গিয়েছেন! এমনকি সাইকেলটি অনেকের এতটাই ভাল লেগেছে যে কিছু ট্যুইটার ব্যবহারকারী তো এটাও জানতে চেয়েছেন, এটি কোথা থেকে পাওয়া যাবে? যাইহোক, এই চৌকো চাকার সাইকেল দেখে আপনার কেমন লাগল বলুন তো? কমেন্ট বক্সে চট করে জানিয়ে ফেলুন তো আপনার মতামত।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 9:49 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গোলের দিন অতীত...! সাইকেলের চৌকো চাকা? দেখেই চোখ কপালে উঠল সবার!