Viral Video: গোটা দেশে পড়ল সাড়া...! ২ বছরেই চমকে দিল রাজমিস্ত্রির মেয়ে! কী এমন কাণ্ড করল? দেখুন

Last Updated:

Viral Video : বয়স মাত্র দু'বছর ছ' মাস! গড়গড় করে বলতে পারে বিভন্ন দেশের রাজধানীর নাম, পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাম, চল্লিশটি ফলের নাম-সহ ছোটদের সমস্ত কবিতা আরও অনেক কিছু।

+
title=

ভাইরাল ভিডিও: বয়স সবেমাত্র দু’বছর ছ’ মাস। এখনও সে ভাবে কথা বলতে পারে না ছোট্ট একরত্তি। তবে এই বয়সে বড় মানুষেরা যা বলতে না পারে সেই সমস্ত এক নিমেষে বলে ফেলে ছোট্ট একটি মেয়ে। এই বয়সে গড়গড় করে বলতে পারে রাজধানীর নাম, পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাম, চল্লিশটি ফলের নাম-সহ ছোটদের সমস্ত কবিতা আরও অনেক কিছু।
বয়স মাত্র দু বছর ছ’মাস হলেও এ বয়সে জেলা থেকে শুরু করে রাজ্য,বন্যপ্রাণীর নাম, দশটি গৃহপালিত পশুর নাম, পঞ্চাশটি ফল, তিরিশটি ফুল, চব্বিশটি শাকসবজি, ষাটটি পাখি, পঁচিশটি যানবাহনের নাম-সহ শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গের নাম। বীরভূমের তারাপীঠ থানার হাবাতকুরা গ্রামের সায়নী মালের প্রতিভা জানলে অবাক হতে হয়।
advertisement
advertisement
বাবা পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে প্রায় চারবছর থেকে বাবা রঞ্জিত মাল সংসারের হাল ধরতে মুম্বইতে রাজমিস্ত্রির কাজ করতে যান। ছোট থেকেই নানান বইতে ফল দেখে উৎসাহ বাড়ে জিনিসগুলো সম্পর্কে জানার। সেইমত তার মা ভদ্রা মাল তাকে পড়াতে থাকেন। জানার ইচ্ছে দেখে ফুল, ফলের নাম অঙ্গ-প্রত্যঙ্গের নাম এমনকি ইংরেজি কবিতাও তাকে শেখান। মাত্র দু তিন মাসের শিক্ষায় ছোট্ট এই মেয়ে সবকিছু গড়গড়িয়ে বলে দিতে পারেন।
advertisement
বাবা রঞ্জিত মালের ইচ্ছে তার যতই কষ্ট হোক উপার্জন করে তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। মেয়ের আগামী দিনে বড় হয়ে যা নিয়ে পড়ার ইচ্ছে সেই সমস্ত আবদার পূরণ করবে বাবা। ছোট্ট খুদে এই সায়নীর কৃতিত্বে মুগ্ধ সকলে, খুশি পরিবারের লোকজন থেকে পাড়া-প্রতিবেশীরা।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গোটা দেশে পড়ল সাড়া...! ২ বছরেই চমকে দিল রাজমিস্ত্রির মেয়ে! কী এমন কাণ্ড করল? দেখুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement