Viral Trending News: জীবনসঙ্গী নির্বাচনে 'অভিনব' কাণ্ড! ১৪ পুরুষের তালিকা দিয়ে নেটপাড়া কাঁপালেন তরুণী! ভাইরাল নিমেষে

Last Updated:

Viral Trending News: এক দুই নয়! বিয়ের জন্য ১৪ পুরুষের সঙ্গে যোগাযোগ! নেটপাড়াকেই 'সৎ পাত্র' বেছে দিতে বললেন মহিলা। সোশ্যাল মিডিয়া তোলপাড়!

জীবনসঙ্গী নির্বাচনে 'অভিনব' কাণ্ড
জীবনসঙ্গী নির্বাচনে 'অভিনব' কাণ্ড
ভাইরাল: বর্তমানে ভাইরাল হওয়া একটি ট্যুইটার পোস্টে এক মহিলা এমন একটি স্বীকারোক্তি দিয়েছেন যা নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে রীতিমতো। ট্যুইটে ওই মহিলা পুরুষদের একটি তালিকা দিয়েছেন যাঁদের সঙ্গে তিনি বর্তমানে একটি ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে সংযুক্ত হয়েছেন অর্থাৎ বিবাহের জন্য যাঁদের সঙ্গে তিনি কথা বলছেন সাম্প্রতিককালে। মহিলা তাঁর পোস্টে লিখেছেন, “২৯ ফিমেল, বি.কম, এখন আর কাজ করছে না। আমি বিবাহের জন্য এই মুহূর্তে ১৪ জন ছেলের সঙ্গে কথা বলছি কিন্তু কাকে যে সঠিক পাত্র হিসেবে বিয়ের জন্য বেছে নেব তাই নিয়ে আমি নিজেই বিভ্রান্ত।” একই সঙ্গে ওই ভাইরাল পোস্টটিতে তিনি নেটিজেনদের কাছ থেকে সঠিক পাত্র বেছে নেওয়ার বিষয়ে সাহায্য চেয়েছেন যা ঘিরে তোলপাড় পরে গিয়েছে নেট মাধ্যমে। নেটিজেনদের এই নিয়ে নানা চটুল ও হাস্যকর একইসঙ্গে মজাদার প্রতিক্রিয়ায় সরগরম হয়েছে নেট মাধ্যম।
advertisement
advertisement
নিজের এই পোস্টে ওই মহিলা পুরুষদের বয়স, কোম্পানি, শহর, অর্থাৎ যেখানে তারা বর্তমানে বসবাস করছেন এবং তাঁদের বেতনের অঙ্ক দিয়ে একটি লম্বা তালিকা তৈরি করেছেন। তালিকায় মোট ১৪ জন ব্যক্তি রয়েছেন এবং তাঁদের বেতনের বার্ষিক প্যাকেজ ১৪ লাখ থেকে বার্ষিক ৪৫লাখ পর্যন্ত। এর পাশাপাশি ওই তরুণী তালিকাভুক্ত কয়েকজনের কিছু বৈশিষ্ট্যও উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ, তালিকায় ওই তরুণী উল্লেখ করেছেন পাত্রদের মধ্যে কার টাক আছে, কোন ব্যক্তির উচ্চতা আকর্ষণীয় ইত্যাদি গুণাগুণ।
advertisement
advertisement
এই নিয়েই তুমুল প্রতিক্রিয়া দেখা গিয়েছে ট্যুইটার ব্যবহার্যকারীদের মধ্যে। কেউ লিখেছেন, ‘সাজানো বিয়ে হল সবচেয়ে অপমানজনক প্রক্রিয়া যে কেউ লিঙ্গ নির্বিশেষে তার মধ্য দিয়ে যেতে পারে,’ আবার কেউ লিখেছেন, ‘বিয়ের বয়সের প্রাথমিক কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরেও এই মহিলার কাছে অনেক বিকল্প রয়েছে, যা প্রমাণ করে কীভাবে বিবাহের বাজার মহিলাদের প্রতি প্রবলভাবে ঝুঁকছে’। অনেকের ধারণা অবশ্য এটাও যে এই স্ক্রিনশটটি প্রচার করা হচ্ছে, বাস্তবে এটি জালও হতে পারে। রইল তেমনই কিছু মজাদার প্রতিক্রিয়া।
advertisement
তবে নেটিজেনদের এই নিয়ে প্রতিক্রিয়া যাই হোক না কেন এই ট্যুইটার পোস্ট ঘিরে নেটমাধ্যমে যে ভাইরাল ঝড় উঠেছে সেকথা বলাই বাহুল্য।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Trending News: জীবনসঙ্গী নির্বাচনে 'অভিনব' কাণ্ড! ১৪ পুরুষের তালিকা দিয়ে নেটপাড়া কাঁপালেন তরুণী! ভাইরাল নিমেষে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement