Viral: প্রতিদিন পিসির থেকে একই জিনিস চাইত 'বেয়াদপ' ভাগ্নে, বাদ যেত না বৃদ্ধা ঠাকুমাও... না দিতেই রক্তারক্তি বিছানা

Last Updated:

সাহিলকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তাদের দুজনেরই দেহ রক্তে ভেজা অবস্থায় মেঝেতে পড়ে ছিল। ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়। মামলাটির তদন্ত করা হচ্ছে।

News18
News18
মোরাদাবাদ: পিসি এবং ঠাকুমা মিলেই ভাগ্নেকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু সহানুভূতির পরিবর্তে, ভাগ্নে যে তার হৃদয়ে ঘৃণা পুষে রাখছিল, সে খবর আর কে জানত! সে বারবার একই দাবি করত। পিসি আর ঠাকুমার প্রত্যাখ্যান নিতে না পেরেই, সে করে ফেলে ভয়াবহ অপরাধ।
মোরাদাবাদের রেলওয়ে হরতলা কলোনির ঘটনা। ৩২ বছর বয়সী অভিযুক্ত সাহিল শর্মার বাবা-মা ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। সাহিল কোনও কাজ করত না। কিন্তু তার অনেক স্বপ্ন ছিল। সে প্রতিদিন নতুন নতুন দাবি করত। এখন তার মাথায় চেপেছিল অটো কেনার চিন্তা। শুধু তাই নয়, সে সম্পত্তিও নিজের নামে লিখিয়ে নিতে চাইছিল। যখন তারা তা দিতে অস্বীকার করে, তখন সে তার ৯০ বছর বয়সী ঠাকুমা সরোজ শর্মা এবং ৬০ বছর বয়সী পিসি বন্দনাকে হাতুড়ি দিয়ে হত্যা করে।
advertisement
সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট সতপাল আন্তিল জানান, ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে সাহিল পিসি ও ঠাকুমার থেকে অটো কেনার টাকা চায়। তারা দুজনেই টাকা দিতে অস্বীকার করে। এতেই হারাতে হয় প্রাণ। পরে নিজেই মোরাদাবাদে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
advertisement
সাহিলকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তাদের দুজনেরই দেহ রক্তে ভেজা অবস্থায় মেঝেতে পড়ে ছিল। ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়। মামলাটির তদন্ত করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: প্রতিদিন পিসির থেকে একই জিনিস চাইত 'বেয়াদপ' ভাগ্নে, বাদ যেত না বৃদ্ধা ঠাকুমাও... না দিতেই রক্তারক্তি বিছানা
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement