Viral Optical Illusion: কঠিনতম ধাঁধা! ১৩ সেকেন্ডের মধ্যে খুঁজতে হবে নীল চোখের শিয়াল, পারবেন কি আপনি?

Last Updated:

Spot the blue-eyed fox: সমস্ত বাদামী চোখের শিয়ালের মধ্যে নীল চোখওয়ালা শিয়ালকে খুঁজে পেতে মাত্র ১৩ সেকেন্ড সময় পাবেন।

Viral Optical Illusion
Viral Optical Illusion
Viral Brain Teaser: নেটবিশ্বে ভাইরাল হওয়া কঠিনতম অপটিক্যাল ইলিউশন নিয়ে এখন জেরবার মানুষ! এই ধাঁধাটি অনেককেই মাথার চুল ছিঁড়তে বাধ্য করছে প্রায়। লুকানো প্রাণীকে খুঁজে পেতে হবে। মূলত একটি নীল চোখের শিয়ালকে এই অপটিক্যাল ইলিউশন ছবি থেকে খুঁজে বের করতে হবে। এই ছবিটি ভালো করে মাথা খাটিয়ে দেখুন, নীল চোখের শিয়াল চোখে পড়ছে কি আপনার? তবে অনন্ত কাল সময় নেই মোটেও, সমস্ত বাদামী চোখের শিয়ালের মধ্যে নীল চোখওয়ালা শিয়ালকে খুঁজে পেতে মাত্র ১৩ সেকেন্ড সময় পাবেন।
পরীক্ষাটি তৈরি করেছে ব্রিটিশ যুক্তরাজ্যের বুক অ্যান আই টেস্ট। তাঁদের মতে, লুকানো শিয়াল খুঁজে পেতে ১ মিনিটের কিছু বেশি সময়ই লাগবে। কিন্তু অনেকেই ১০ সেকেন্ডেরও কম সময়ে লুকানো শিয়াল খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন।
advertisement
advertisement
সুতরাং, অতিরিক্ত ৩ সেকেন্ড নিন। ১৩ সেকেন্ডের মধ্যে লুকানো শিয়াল খুঁজুন।
ভালো করে দেখুন ছবিটি:
শিয়াল খুঁজে পেয়েছেন? বাদামী চোখের শিয়ালের মধ্যে নীল চোখের শিয়াল খুঁজে পেতে গিয়ে ধাঁ ধাঁ লেগে যাওয়ার জোগাড়? সামান্য কিছু ইঙ্গিত দেওয়া যেতেই পারে। আপনি যে শিয়াল খুঁজছেন তার মাথার খুলি স্বাভাবিকের চেয়ে বড়। এটি রয়েছে ছবির ধাঁধার বাম দিকে। এবার দেখুন আর খুঁজুন।
advertisement
এখনও কি শিয়াল খুঁজে পেলেন না!
একটি নীল চোখের শিয়াল অন্য একটি শিয়াল বন্ধুর সঙ্গে বসে আছে যা দেখে গাছের গোড়া বলে মনে হচ্ছে। এই অপটিক্যাল ইলিউশনটি কঠিন, কারণ চোখ দিয়ে খুঁজতে গিয়ে সর্বত্র নীল চোখই দেখতে থাকেন মানুষ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: কঠিনতম ধাঁধা! ১৩ সেকেন্ডের মধ্যে খুঁজতে হবে নীল চোখের শিয়াল, পারবেন কি আপনি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement