Viral Puzzle: কীভাবে ১ সেকেন্ডে আপনার টাকা দ্বিগুণ হবে? এই মজার ধাঁধার উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছেন নেটিজেনরা

Last Updated:

১ সেকেন্ডের কম সময়ে কীভাবে টাকা দ্বিগুণ হবে? নেটিজেনরা ধাঁধার সমাধান করতে মাথার চুল ছিঁড়ছেন

ইদানীং নেটদুনিয়ায় ভাইরাল 'ব্রেইনটিজার' (Viral Brainteaser)! কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়। কখনও খুঁজে বের করতে হচ্ছে বাঘ, কখনও বা ছুঁড়ে দেওয়া হচ্ছে চিতাবাঘ বা মৌমাছি খোঁজার চ্যালেঞ্জ (Viral) কখনও বা শেয়ার করা হচ্ছে কোনও অপটিক্যাল ইল্যিউশনের ছবি বা ভিডিও! কখনও বা সামাধন করতে বলা হচ্ছে ধাঁধা! নেটিজেনরা এই নতুন খেলা বেজায় পছন্দও করছেন! নিজেরা সমাধান করে ফের অন্যের উদ্দেশ্যে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়!
এই মুহুর্তে নেটদুনিয়ায় একটি ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে কালঘাম ছোটাচ্ছেন নেটিজেনরা! ধাঁধাটি হল, কীভাবে ১ সেকেন্ডে আপনার টাকা দ্বিগুণ হবে?
অনেক নেটিজেনরা উত্তর দিচ্ছেন, টাকাটার পাশে একই অঙ্কের আরেকটি টাকা রেখে দেওয়া হবে! কিন্তু এটি ভুল উত্তর! কোনও টাকা যোগ করা হবে না, অথচ টাকাটা ১ সেকেন্ডের মধ্যেই দ্বিগুণ হবে! ৯০ শতাংশ নেটিজেনই  ভুল উত্তর দিচ্ছেন!
advertisement
advertisement
কেউ কেউ আবার বলছেন, টাকাটি ছিঁড়ে ফেলা হবে। কিন্তু এটিও ভুল উত্তর! টাকাটি যেমন ছিল তেমনি-ই থাকবে! তারপরও দ্বিগুণ হবে! প্রশ্নের উত্তর দিধে ঘেমে-নেয়ে একশা নেটিজেনরা! কী, আপনি পারবেন সঠিক উত্তর দিতে?
ধাঁধার আসল উত্তর হল, টাকাটি আয়নার সামনে ধরুন। উলটোদিকে টাকাটির প্রতিবিম্ব দেখবেন, আপনার টাকা ১ সেকেন্ডেই দ্বিগুণ! যেমন ধরুন, আপনার হাতে একটি ৫০০ টাকার নোট রয়েছে, এবেআর আপনি সেটি আয়নার সামনে ধরুন, উলটোদিকে আরেকটি ৫০০-র নোট দেখতে পাবেন, যা কী না প্রতিবিম্ব... হোক না নকল, তবু আপনার টাকা দ্বিগুণ হল তো?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Puzzle: কীভাবে ১ সেকেন্ডে আপনার টাকা দ্বিগুণ হবে? এই মজার ধাঁধার উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছেন নেটিজেনরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement