কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অনেক ভিডিও এবং ছবি। কিছু মজার, কিছু ছবি বা ভিডিও আবার এমন প্রশ্ন তোলে যে উত্তর খুঁজতে মানুষকে মাথা চুলকোতে হয়। এমনই একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ছবিটি আসলে একটি ফলের। অনেকেই বলতে পারছেন না, এই ফলের আসল নাম কী!
সোনালী শুক্লা নামের একজন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করেছেন। এই ছবিতে একটি সবুজ এবং হালকা লাল রঙের ফল গাছে ঝুলতে দেখা যাচ্ছে। দেখতে হুবহু তেঁতুলের মতো। শেয়ার করা ছবির সঙ্গে ক্যাপশনে লেখা- এই ফলটির নাম বলুন দেখি।
আরও পড়ুন- পরিচারিকার হোয়াটস্অ্যাপে গ্রুপ তৈরি নিয়ে ব্যঙ্গ-পোস্ট, তীব্র ট্রোলড গৃহকর্ত্রী
এই টুইট ক্রমশ ভাইরাল হয়েছে। এই খবরটি লেখা পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষ এটি লাইক করেছেন এোবং ১৭৬৪ জন রিটুইট করেছেন। বিপুল সংখ্যক মানুষ টুইটে কমেন্ট করেছেন। অনেকেই অবশ্য সঠিক উত্তর দিয়েছেন।
আরও পড়ুন- কুুকুরের কান্না মানেই কি বিপদ আসছে? কেন কাঁদে পোষ্যরা! আসল কারণ জেনে অবাক হবেন
আসলে এই ফলের নাম বুনো তেঁতুল। এই ফল খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে। এই ফলকে কেউ কেউ বাঘা তেঁতুলও বলে থাকেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Picture