Viral Optical Illusion: আপনি সামাজিক নাকি আত্মকেন্দ্রিক? এই ছবিতে প্রথম যা চোখে পড়ছে তাই বলবে আসল সত্য
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Picture Personality Test: যদি আপনি প্রথমে জলপ্রপাতটি দেখে থাকেন, জানবেন ভীষণ সামাজিক মানুষ আপনি। কিন্তু....
Viral Optical Illusion: জীবনে কী চান আপনি? স্পষ্ট করে উত্তর দিতে পারে কতজনই বা! এই উত্তর খুঁজতেই গড়িয়ে যায় বেলা। তবে কাজ সহজ হয়ে যেতে পারে অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে। মাঝে মাঝেই নিজের ব্যক্তিত্বের অপ্রকাশিত বিষয় জানতে অপটিক্যাল ইলিউশনের সাহায্য নেন অনেক মানুষ। যেমন, সম্প্রতি ভাইরাল হওয়া এই নতুন অপটিক্যাল ইলিউশন। নিজেকে আরও বেশি করে জানতে এই বিশেষ অপটিক্যাল ইলিউশন সাহায্য করতে পারে আপনাকেও। ভাইরাল হওয়া এই ছবিতে আপনার চোখে প্রথমে কী পড়ছে?

advertisement
যদি আপনি প্রথমে জলপ্রপাতটি দেখে থাকেন, জানবেন ভীষণ সামাজিক মানুষ আপনি। কিন্তু আপনার নিজের সঙ্গে কাটানো সময়ও আপনি প্রচণ্ড পছন্দ করেন। এর ব্যাখ্যা করে বলা হয়েছে, যদি জলরাশি প্রথম চোখে পড়ে, বুঝবেন বহুজনের সঙ্গে সামাজিক সম্পর্ক বজায় রেখেই চলেন আপনি। কিন্তু কোনও কিছুর বিনিময়েই নিজস্ব সময়কে হারাতে দিতে চান না আপনি।
advertisement
যদি ছবিতে জলপ্রপাতের বদলে সাদা কাপড় মুড়ে থাকা মানুষ প্রথম চোখে পড়ে, জানবেন এই মুহূর্তে জীবনে খুব বিচ্ছিন্ন আপনি। কী হবে, কী করবেন কিছুই বুঝে উঠছেন না। কিন্তু ইতিবাচক দিকটি হল, নিজের লক্ষ্যে পৌঁছতেও অবিচল আপনি।
advertisement
অনেকেই নিজের জীবনের অবস্থা নিয়ে একেবারে হুবহু মিল পেয়েছেন ছবিটির। অনেকের চোখে আবার জলপ্রপাতও না, সাদা কাপড়ের মানুষও না, প্রথম চোখে পড়েছে গাছ এবং মন্দিরগুলি।
view commentsLocation :
First Published :
April 12, 2022 5:12 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: আপনি সামাজিক নাকি আত্মকেন্দ্রিক? এই ছবিতে প্রথম যা চোখে পড়ছে তাই বলবে আসল সত্য