Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে রয়েছে পাঁচখানা প্রাণী! খুঁজে বলুন তো কোন কোন প্রাণী?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Optical Illusion Image: এত সুকৌশলে গাছের বাঁকে লুকিয়ে রয়েছে তারা যে চোখে ধাঁধা লেগে যাওয়াই স্বাভাবিক।
Viral Optical Illusion: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশন। এই দৃষ্টি বিভ্রম শুধু মজার তাই নয়, মানুষের মনের গভীরকে জানতেও এর জুড়ি নেই। ঘণ্টার পর ঘণ্টা ধরে অপটিক্যাল ইলিউশনকে ব্যাখ্যা করা যায়। মস্তিষ্ককে খাটিয়ে মারে এই ধরনের অপটিক্যাল ইলিউশন, আর তাতেই বেরিয়ে আসে নিজের ব্যক্তিত্বের নানা দিক। যেমন নীচের এই ছবিটি। ভাইরাল হওয়া এই অপটিক্যাল ইলিউশনে এক নজরে কী চোখে পড়ছে, একটা প্রায় ন্যাড়া গাছ তো?
আসলে গাছ নয় স্রেফ। খুব ভালো করে মাথা খাটালে আপনি এই ছবিতে পশু খুঁজে পাবেন। তাও একটা দু’টো নয়, পাঁচটা! মাথা খাটিয়ে ভালো করে দেখুন তো কোন কোন প্রাণী লুকিয়ে রয়েছে এই গাছের ছবিতে!
advertisement

advertisement
উত্তরটা হল, একটা মোরগ, একটা মুরগি, এবং তাদের তিন ছানা! এত সুকৌশলে গাছের বাঁকে লুকিয়ে রয়েছে তারা যে চোখে ধাঁধা লেগে যাওয়াই স্বাভাবিক। তবে একবার দেখে নিলে তারপর বারেবারে এই মোরগ-মুরগি পরিবারকেই চোখে পড়বে। ভালো করে ছবিটি লখ্য করুন। গাছের কাণ্ড যেখানে বেঁকেছে, সেই জায়গাতেই নানাভাবে মুরগির আর মোরগের অবয়ব রয়েছে। আপনি মোরগের লেজ দেখতে পেলেই বাকিটাও চোখে আসবে। গাছের ডালপালার বাকি অংশেই লুকিয়ে রয়েছে ৩ খানা মুরগির ছানা। গাছের কিছু পাতা আসলে এই মুরগি ও মোরগদের চোখ।
advertisement
সম্প্রতি আরও একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। বেসবল খেলা নিয়ে এই অপটিক্যাল ইলিউশনে জিজ্ঞেস করা হয়েছে ব্যাটসম্যান ডানহাতি নাকি বাঁহাতি? আপনার কী মনে হয়?
Location :
First Published :
April 29, 2022 3:32 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে রয়েছে পাঁচখানা প্রাণী! খুঁজে বলুন তো কোন কোন প্রাণী?