Viral Optical Illusion: ডায়মন্ড কার্ডের ৮-এর মধ্যে একী লুকনো থাকে! হদিশ মিলল রহস্যময় বিষয়টির, আপনি পেলেন কি!

Last Updated:

Viral Optical Illusion: আজকের এই অপটিক্যাল ইলিউশনের ধাঁধাটি তাস নিয়ে। আসলে তাস খেলতে কার না ভাল লাগে! আর কার্ড গেমের অনন্য কিছু নিয়ম এবং উদ্দেশ্য থাকে।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশনের ধাঁধা: ডায়মন্ড কার্ডের ৮-এর মধ্যে লুকোনো বিষয়টির হদিশ কি পেলেন?
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশনের ধাঁধা: ডায়মন্ড কার্ডের ৮-এর মধ্যে লুকোনো বিষয়টির হদিশ কি পেলেন?
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
আজকের এই অপটিক্যাল ইলিউশনের ধাঁধাটি তাস নিয়ে। আসলে তাস খেলতে কার না ভাল লাগে! আর কার্ড গেমের অনন্য কিছু নিয়ম এবং উদ্দেশ্য থাকে। যেখানে খেলোয়াড়দের একাধিক চ্যালেঞ্জ পার করতে হয়। ডায়মন্ডের কার্ড ৮-কে ঘিরে থাকা গোপন বিষয়গুলি বেশিরভাগ মানুষই জানেন না। রেডিট-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গ্রুপ এই কার্ড সংক্রান্ত কিছু গোপন তথ্য ভাগ করে নিয়েছেন। তাই বিশদে জেনে নেওয়া যাক ৮টি ডায়মন্ডের অজানা এবং বিভ্রম সংক্রান্ত সিক্রেট।
advertisement
advertisement
যদি গভীর মনোযোগ দেওয়া যায়, তাহলে দেখা যাবে, কার্ডের ডায়মন্ডের একেবারে মাঝ বরাবর একটি ৮ গঠিত হচ্ছে। এর অর্থ হল, ৮ নম্বর কার্ডের একেবারে মাঝখানের স্থানটিও ৮ নম্বরকে চিহ্নিত করছে।
advertisement
এই বিষয়টি প্রকাশ্যে আসার পরে অনেক মানুষই হতবাক হয়ে গিয়েছেন। কারণ বিষয়টা চোখের সামনে সহজ ভাবে থাকার পরেও তাঁরা সেটা দেখতে পাননি বলে আরও তাজ্জব বনে গিয়েছেন তাঁরা। আসলে ডায়মন্ড আকৃতি বা শেপের মাঝে ৮ চিহ্নিত করতে একটু বেশিই সময় লাগবে। এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়ে নিয়েছে।
advertisement
এর আগে ২০১৮ সালে এক্স প্ল্যাটফর্ম (তৎকালীন ট্যুইটার)-এ @PlinketyPlink নামে এক ব্যবহারকারী একই তথ্য-সহ একটি ছবি শেয়ার করেছিলেন। প্রচুর সাড়া পড়ে গিয়েছিল ওই পোস্টে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: ডায়মন্ড কার্ডের ৮-এর মধ্যে একী লুকনো থাকে! হদিশ মিলল রহস্যময় বিষয়টির, আপনি পেলেন কি!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement