Viral Nimbu Soda: ‘কাঁচা বাদাম’এর পর নেটদুনিয়া কাঁপাচ্ছে ‘নিম্বু সোডা’! শুধু গান নয়, কেরামতিতেও 'সুপারহিট'! দেখেছেন?

Last Updated:

Viral Nimbu Soda: ‘কাঁচা বাদাম’এর পর কেউ পেয়ারা তো কেউ আঙুর বেচার ফাঁকেই হচ্ছেন নতুন নতুন ভাইরাল সেনসেশন। সেই তালিকায় নয়া সংযোজন এই নিম্বু পানি বিক্রেতা।

সোশ্যাল মিডিয়ায় নয়া ভাইরাল নিম্বু সোডা
সোশ্যাল মিডিয়ায় নয়া ভাইরাল নিম্বু সোডা
#ভাইরাল ভিডিও: ছড়া কেটে বা সুরে সুরে গান গেয়ে জিনিসপত্র বেচতে তো প্রায়ই দেখা যায় বিক্রেতাদের। সেই গানও যে ভাইরাল (Viral Song) হতে পারে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারে, তা প্রথম দেখালেন ভুবন বাদ‍্যকর। তাঁর গাওয়া ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল দেশ থেকে দেশান্তরে (Bhuban Badyakar)। নিমেষে বীরভূমের গ্রামের বাদাম বিক্রেতা থেকে এখন খ‍্যাতির শিখরে ভুবন বাদ্যকর। তাঁর দেখাদেখি এখন অনেকেই জিনিস বেচার ফাঁকে নিজেরা গান বানিয়ে গাইছেন। কাটছেন নতুন নতুন ছড়া (Viral Video)। কেউ পেয়ারা তো কেউ আঙুর বেচার ফাঁকেই হচ্ছেন নতুন নতুন ভাইরাল সেনসেশন (Viral Nimbu Soda)। সেই তালিকায় নয়া সংযোজন এই নিম্বু পানি বিক্রেতা।
advertisement
advertisement
গরম পড়তে না পড়তেই এখন রাস্তার ধারে ঠেলাগাড়ি নিয়ে বসতে দেখা যাবে লেবুজল ওরফে নিম্বু পানি বা নিম্বু সোডা বিক্রেতাদের‌। ঠাঁঠাঁ রোদের মধ‍্যে ঠাণ্ডা ঠাণ্ডা এক গেলাস নিম্বু পানি  (Viral Nimbu Soda) অমৃতের সমানই বটে। বিক্রিবাটা ভাল হওয়ার জন‍্য, ক্রেতাদের নজর টানার জন‍্য অভিনব পদ্ধতিতে নিম্বু সোডা বিক্রি করতে দেখা গিয়েছে এক ব‍্যক্তিকে। আর তাঁর সেই কায়দা চমকেছে নেটিজেনদের।
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা গেল গান (Viral Video) গাইতে গাইতে দক্ষ হাতে নিম্বু সোডা বানাচ্ছেন ব‍্যক্তি। ছোট্ট দোকানের চারদিকে ঘিরে দাঁড়িয়ে ক্রেতারা। সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিক্রেতার লেবুজলে বিক্রির অভিনব কায়দা। গরম পড়তে না পড়তেই যে হারে চড়ছে লেবুর দাম তাতে বোধহয় এবার এই ভাইরাল গান শুনেই পিপাসা মেটাতে হবে নেট নাগরিকদের।
advertisement
প্রসঙ্গত, কাঁচা বাদামের পর এর আগে ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা ও কালো আঙুর বিক্রি করতে করতে গান গেয়ে ভাইরাল (Viral Video) হয়েছিলেন দেশের অন্য প্রান্তের আরও এক ব‍্যক্তি। ফল বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গান গাইছিলেন তিনি। ভাষাটা শুধু হিন্দি। এই পেয়ারা আঙুর বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনো জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি। তবে মাত দিতে পারেনি ভুবনের জনপ্রিয়তাকে। এবার কি শেষমেশ বাদামের সুর ভুলে নিম্বু পানিতেই  (Viral Nimbu Soda) মজবেন নেটিজেনরা? বলবে সময় আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ড।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Nimbu Soda: ‘কাঁচা বাদাম’এর পর নেটদুনিয়া কাঁপাচ্ছে ‘নিম্বু সোডা’! শুধু গান নয়, কেরামতিতেও 'সুপারহিট'! দেখেছেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement