বিয়ের আমন্ত্রণপত্র দেখে মাথায় হাত ! যাওয়া উচিত হবে কি না বুঝতে পারছেন না আত্মীয়রা

Last Updated:

Viral Wedding Card: বিয়েতে নিখুঁতভাবে সব আয়োজনের চেষ্টা করা হয়। নজর দেওয়া হয় ছোটখাটো জিনিসেও। কারণ সামান্য ভুলেও সমস্ত আয়োজন পণ্ড হয়ে যেতে পারে।

বিয়ের আমন্ত্রণ পত্র দেখে মাথায় হাত ! যাওয়া উচিত হবে কি না বুঝতে পারছেন না আত্মীয়রা (Credit- Facebook)
বিয়ের আমন্ত্রণ পত্র দেখে মাথায় হাত ! যাওয়া উচিত হবে কি না বুঝতে পারছেন না আত্মীয়রা (Credit- Facebook)
Funny Wedding Card: বিয়ে মানে শুধু স্বামী-স্ত্রী নয়, দুটি পরিবারের মিলন। সামাজিক সেতু রচিত হয় দুই পরিবারের মধ্যে। অনেকের কাছে বিয়ে আবার সামাজিক দেখনদারির বিষয়ও। নিখুঁতভাবে সব আয়োজনের চেষ্টা করা হয়। নজর দেওয়া হয় ছোটখাটো জিনিসেও। কারণ সামান্য ভুলেও সমস্ত আয়োজন পণ্ড হয়ে যেতে পারে।
বিয়ের কার্ড হাতে এলে মানুষ তৃপ্তির সঙ্গে পড়তে শুরু করে। কবে বিয়ে, বিয়ের আসর কোথায় বসছে, কীভাবে যেতে হবে, সবকিছু খুঁটিনাটি লেখা থাকে কার্ডে। সঙ্গে থাকে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের পরিচয়। অনেকে বিয়ের কার্ডে চমক আনতে কবিতা ছাপেন। ছন্দে ছন্দে আমন্ত্রণ জানানো হয়। এমনই একটি বিয়ের আমন্ত্রণ পত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
বিয়ের কার্ড ভাইরাল: অনেক বিয়ের কার্ডে ছোট ছোট পদ্য থাকে। “হলদি হ্যায়, চন্দন হ্যায়, রিস্তো কা বন্ধন হ্যায়”। বা বাড়ির কোনও খুদে সদস্য আধো আধো বুলিতে আমন্ত্রণ পত্রে বলছে, “আমার কাকা বা পিসির বিয়ে তোমাদের আসতেই হবে”। কিন্তু ভাইরাল বিয়ের কার্ডে যা লেখা হয়েছে তা খুব কম মানুষই দেখেছেন।
advertisement
আসলে ভাইরাল বিয়ের কার্ডের পদ্যে লেখা হয়েছে, “তোমাকে স্নেহের আমন্ত্রণপত্র পাঠালাম, প্রিয়তম তোমাকে ডাকছি, হে আমার মনের রাজহাঁস, আসার কথা ভুলে যান”। হ্যাঁ এখানেই গন্ডগোলটা পাকিয়েছে। আসলে লেখার কথা ছিল, ‘আসার কথা ভুলবেন না’। কিন্তু মুদ্রণ প্রমাদে সেটাই দাঁড়িয়েছে “আসার কথা ভুলে যান”।
advertisement
গজব বেইজ্জতি: ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের সেই দৃশ্যটা তো সবারই মনে আছে। মিষ্টি কম দেখে বরের বন্ধু বলছে, “গজব বেইজ্জতি হ্যায় ইয়ার”। আমন্ত্রণপত্র পাঠিয়ে “আসার কথা ভুলে যান” লিখে নিমন্ত্রিতদের ‘বেইজ্জত’ করা হয়েছে বলেই হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। ঘুরছে মিম।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ‘জোকস হাই জোকস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই বিয়ের কার্ডের ছবি শেয়ার করা হয়েছে। যদিও এটা পোস্ট করা হয়েছিল ১৩ এপ্রিল ২০২৩-এ। কিন্তু নতুন করে ফের ভাইরাল হয়েছে। ৪.৮ হাজার মানুষ লাইক করেছেন। এক ইউজার কমেন্টে লিখেছেন, “গজব বেইজ্জতি”। আরেক ব্যবহারকারীর সরস মন্তব্য, “রাজহাঁসকে ডাকছে”।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ের আমন্ত্রণপত্র দেখে মাথায় হাত ! যাওয়া উচিত হবে কি না বুঝতে পারছেন না আত্মীয়রা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement