Viral News: সরকারি চাকরি বলে কথা! নকল করার জন্য ‘এই’ পদ্ধতি, পুলিশ নিজে ভিডিও করল ভাইরাল

Last Updated:

সরকারি চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য৷ সে চিটিং করার জন্য এমন কাণ্ড ঘটাল তাতে পুলিশ সেই বিষয়টিকে ভাইরাল ভিডিও (Viral Video ) করে দিয়েছে৷

#নয়াদিল্লি: সরকারি চাকরির  (Government Job)  জন্য মানুষ কি না করে৷   সামনে এসেছে এমন এক ভাইরাল নিউজ  (Viral News) যাতে দেখা যাচ্ছে কি ভাবে অনৈতিক পদক্ষেপ নিল সরকারি চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য৷ সে চিটিং করার জন্য এমন কাণ্ড ঘটাল তাতে পুলিশ সেই বিষয়টিকে ভাইরাল ভিডিও (Viral Video ) করে দিয়েছে৷ সরকারি চাকরির (Government Job) পরীক্ষাটি ছিল উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবলের চাকরির জন্য৷ উত্তরপ্রদেশ সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য নকল করছিল৷ পুলিশ মেটাল ডিরেক্টরের টেস্টে বুঝতে পারে সে কোনও যন্ত্র নিয়ে এসেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তারপরেই পুলিশ নিজেও হতবাক হয়ে যায়৷
সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল (Viral News) হচ্ছে৷ আইপিএস আধিকারিক রুপিন শর্মা শেয়ার করেছেন প্রায় যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে চিটিং করার জন্য৷ ট্যুইটারে ভিডিও শেয়ার করার জন্য তিনি ক্যাপশনে লিখেছেন, #UttarPradesh mein Sub-Inspector -র EXAM mein #CHEATING #nakal-কে শানদার জুগাড়৷ দেখে নিন ভাইরাল নিউজের (Viral News)  ভাইরাল ভিডিও (Viral Video ) ৷
advertisement
advertisement
এই ভিডিও দেখানো হয়েছে কীভাবে নকল করার জন্য প্রস্তুতি নিয়েছে ৷ সে নিজের মাথার চুলের ওপর পরচুলা পরেছেন৷ এই উইগের ভিতরের তার ইয়ারফোন কানেকশন করে রেখেছে৷ এই ইয়ারফোনে কানেকশন কিভাবে দেওয়া হয়েছে তা সেই নকল করতে আসা পরীক্ষার্থী বলেছেই৷
advertisement
এই ইয়ারফোন এতটাই ছোট যে কানের ভিতর দিয়ে একেবারে ভিতরে ঢুকে গেছে৷ কানের এতটাই ভিতরে ঢুকে গিয়েছিল সে নিজেও কোনও ভাবে বেরোতে পারছিল না৷ পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে এই চুরির সরঞ্জামের খোঁজ পায়৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সরকারি চাকরি বলে কথা! নকল করার জন্য ‘এই’ পদ্ধতি, পুলিশ নিজে ভিডিও করল ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement