Viral News: সরকারি চাকরি বলে কথা! নকল করার জন্য ‘এই’ পদ্ধতি, পুলিশ নিজে ভিডিও করল ভাইরাল

Last Updated:

সরকারি চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য৷ সে চিটিং করার জন্য এমন কাণ্ড ঘটাল তাতে পুলিশ সেই বিষয়টিকে ভাইরাল ভিডিও (Viral Video ) করে দিয়েছে৷

#নয়াদিল্লি: সরকারি চাকরির  (Government Job)  জন্য মানুষ কি না করে৷   সামনে এসেছে এমন এক ভাইরাল নিউজ  (Viral News) যাতে দেখা যাচ্ছে কি ভাবে অনৈতিক পদক্ষেপ নিল সরকারি চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য৷ সে চিটিং করার জন্য এমন কাণ্ড ঘটাল তাতে পুলিশ সেই বিষয়টিকে ভাইরাল ভিডিও (Viral Video ) করে দিয়েছে৷ সরকারি চাকরির (Government Job) পরীক্ষাটি ছিল উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবলের চাকরির জন্য৷ উত্তরপ্রদেশ সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য নকল করছিল৷ পুলিশ মেটাল ডিরেক্টরের টেস্টে বুঝতে পারে সে কোনও যন্ত্র নিয়ে এসেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তারপরেই পুলিশ নিজেও হতবাক হয়ে যায়৷
সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল (Viral News) হচ্ছে৷ আইপিএস আধিকারিক রুপিন শর্মা শেয়ার করেছেন প্রায় যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে চিটিং করার জন্য৷ ট্যুইটারে ভিডিও শেয়ার করার জন্য তিনি ক্যাপশনে লিখেছেন, #UttarPradesh mein Sub-Inspector -র EXAM mein #CHEATING #nakal-কে শানদার জুগাড়৷ দেখে নিন ভাইরাল নিউজের (Viral News)  ভাইরাল ভিডিও (Viral Video ) ৷
advertisement
advertisement
এই ভিডিও দেখানো হয়েছে কীভাবে নকল করার জন্য প্রস্তুতি নিয়েছে ৷ সে নিজের মাথার চুলের ওপর পরচুলা পরেছেন৷ এই উইগের ভিতরের তার ইয়ারফোন কানেকশন করে রেখেছে৷ এই ইয়ারফোনে কানেকশন কিভাবে দেওয়া হয়েছে তা সেই নকল করতে আসা পরীক্ষার্থী বলেছেই৷
advertisement
এই ইয়ারফোন এতটাই ছোট যে কানের ভিতর দিয়ে একেবারে ভিতরে ঢুকে গেছে৷ কানের এতটাই ভিতরে ঢুকে গিয়েছিল সে নিজেও কোনও ভাবে বেরোতে পারছিল না৷ পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে এই চুরির সরঞ্জামের খোঁজ পায়৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সরকারি চাকরি বলে কথা! নকল করার জন্য ‘এই’ পদ্ধতি, পুলিশ নিজে ভিডিও করল ভাইরাল
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement