Viral News: চুরি করে প্রথমবার বেঁচে গিয়েছিল চোর, লোভে পা দিতেই সর্বনাশ! বিস্তারিত জানুন

Last Updated:

Viral News: দাঁড়িয়ে থাকা ট্রেনে হঠাৎ আগুন! পুলিশ জিআরপির তদন্তে ধরা পড়ল অভিযুক্ত৷ জানুন পুরো কাহিনি৷

চুরি করে প্রথমবার বেঁচে গিয়েছিল চোর, লোভের পা দিতেই সর্বনাশ! বিস্তারিত জানুন (প্রতিকী ছবি)
চুরি করে প্রথমবার বেঁচে গিয়েছিল চোর, লোভের পা দিতেই সর্বনাশ! বিস্তারিত জানুন (প্রতিকী ছবি)
আগ্রা: স্টেশন থেকে একটি ট্রেন খালি হওয়ার পর পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সেটি ইয়ার্ডে আনা হয়েছিল। যেহেতু আরেকটি ট্রেন আগেই সেখানে দাঁড়িয়ে ছিল, তাই নতুন ট্রেনটিকে ট্র্যাকের ওপর দাঁড় করিয়ে রাখা হয়। এই সময় ট্রেনের একটি কোচের বাথরুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। উপস্থিত কর্মীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে GRP এবং RPF-কে খবর দেন।
কর্মকর্তারা এসে ট্রেনের বাথরুমের দরজা খোলার পর হতভম্ব হয়ে যান। সেখানে কেউ ছিল না, তবে কমোড থেকে ধোঁয়া বের হচ্ছিল। কাছ থেকে পরীক্ষা করে দেখেন যে সেখানে কিছু জ্বালানো হয়েছে। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে এবং এক চমকপ্রদ সত্য সামনে আসে।
advertisement
advertisement
রেলওয়ে সূত্রের বরাতে জানা যায়, আগ্রা ছাউনি ইয়ার্ডের লাইন নম্বর ০৩-এ দাঁড়িয়ে থাকা ট্রেন নম্বর ০৪১৬৬/৬৫ স্বর্ণ জয়ন্তীর কোচ নম্বর NC ০৮৪৫৭৮ (গার্ড ব্রেক/এসএলআর)-এ আগুন লাগার খবর পাওয়া যায়। এই ঘটনার বিষয়ে আগ্রা ছাউনি জিআরপি স্টেশনে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জিআরপি আগ্রা ছাউনি ও আরপিএফ-এর যৌথ তদন্ত টিম সন্দেহভাজন ব্যক্তির শনাক্তকরণের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে এক ব্যক্তিকে কোচ থেকে বের হতে দেখা যায়।
advertisement
পুনরায় চুরির উদ্দেশ্যে আসার পর ধরা পড়ল অভিযুক্ত
গোপন সংবাদের ভিত্তিতে, প্ল্যাটফর্ম নম্বর ০৫-এর বাইরে মসজিদের কাছে ঘোরাফেরা করার সময় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে জানায়, সে ট্রেন নম্বর ১২৬৪৪ স্বর্ণ জয়ন্তীর এসি কোচ থেকে একটি ব্যাগ চুরি করেছিল। পরে সেই ব্যাগটি ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা গাড়ি নম্বর ০৪১৬৬/৬৫-এর গার্ড ব্রেকে নিয়ে যায়। ব্যাগটি খুলে অ্যাপল ল্যাপটপ এবং মূল্যবান জিনিসপত্র বের করে ফেলে। বাকি জিনিসগুলো বাথরুমের কমোডে জ্বালিয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য৷ তারপর বাড়ি ফিরে যায়। সে পুনরায় চুরির উদ্দেশ্যে ফিরে আসার পর ধরা পড়ে।
advertisement
আসামি আরও জানায় যে চুরি করা অ্যাপল ল্যাপটপটি সে আগ্রার বোদলা অঞ্চলের মারুতি এস্টেটের বালাজি মোবাইল শপে বিক্রি করেছিল। অভিযুক্ত ফয়জানের নির্দেশে দোকান থেকে আঙ্কিত নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: চুরি করে প্রথমবার বেঁচে গিয়েছিল চোর, লোভে পা দিতেই সর্বনাশ! বিস্তারিত জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement