Viral News: আস্ত নীলগাই গিলে খেয়েছিল অজগর, পিটিয়ে পেট থেকে বের করা হল মরা বাছুর! দেখুন ভিডিও

Last Updated:

Python eats Nilgai Calf viral video: আস্ত নীলগাই গিলে খেয়েছিল অজগর, পিটিয়ে পেট থেকে বের করা হল মরা বাছুর! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। দেখুন সেই ভিডিও।

গিলে খেয়েছিল পাইথন, পিটিয়ে পেট থেকে বের করা হল মরা বাছুর
গিলে খেয়েছিল পাইথন, পিটিয়ে পেট থেকে বের করা হল মরা বাছুর
নয়াদিল্লি : হিমাচল প্রদেশে স্থানীয় একটি দল অজগরের মুখ থেকে একটি নীলগাই বাছুরকে উদ্ধার করে। এবং এই কাজটি করতে গিয়ে তারা রীতমতো অজগর সাপটির উপর অত্যাচার চালায়৷ সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওটি ভাইরাল হতেই পশুপ্রেমীরা রীতিমতো সমালোচনা শুরু করেছে৷
ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয় লোকজনরা একটি অজগরকে প্রথমে ধরে৷ সাপটি একটি গোটা নীল গাইকে গিলে ফেলেছিল৷ এটির নড়াচড়া করার ক্ষমতাও ছিল না৷ এমন পরিস্থিতিতে প্রাণীটিকে মুক্ত করতে, স্থানীয়রা সাপটির উপর অত্যাচার শুরু করে৷  অজগরটিকে তুলে সজোরে সেটিকে ঝাঁকানো হয় বারবার৷ যাতে সাপটি বাছুরটিকে বমি করতে বাধ্য হয়। এই ঘটনাটি উনা জেলায় ঘটেছে এবং ভিডিওতে রেকর্ড করা হয়েছে।
advertisement
advertisement
ক্লিপটিতে দেখা গিয়েছে, দুই ব্যক্তিকে অজগরটিকে লেজ ধরে থাকে৷ এরপর সবাই সেটিকে চাবুক মারছিল। বেশ অনেকক্ষণ পর আর অত্যাচার সহ্য করতে না পেরে সাপটি ধীরে ধীরে বাছুরটির দেহ উগড়ে বের করে দেয়৷ এতে অবশ্য নীল গাই বাছুরটিকে বাঁচানো যায়নি৷
advertisement
ভিডিওটি, পরে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে পোস্ট করা হয়েছে, হাজার হাজার ভিউ পেয়েছে। কিছু দর্শক অজগরটির পরিচালনাকে খুব হিংস্র মনে করেছেন, কারণ উদ্ধারকারীরা অজগরটিকে ঘুষি ও লাথি মেরেছে বারবার।
advertisement
ভিডিওটি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভীন কাসওয়ান এক্স-এ পোস্ট করেছেন এবং ব্যবহারকারীদের কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছে: “আপনি কী মনে করেন, প্রাকৃতিক জগতে এভাবে হস্তক্ষেপ করা কি ঠিক? নাকি এরা সঠিক কাজ করেছে?”
ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ এক লিখেছেন, “প্রাকৃতিক জগতে হস্তক্ষেপ করবেন না। সবার খাদ্য শৃঙ্খল নীতিকেই শ্রদ্ধা করতে হবে।” অন্য একজন লিখেছেন, “এই কাজ মানা যায় না, এটা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে করা হয়েছে৷ প্রত্যেকেরই তাদের খাদ্য উপার্জনের অধিকার রয়েছে। তাই প্রাকৃতিক জগতে হস্তক্ষেপ করা ভুল।” অন্য একজন সমালোচনা করে লিখেছেন, “বাছুরটি অজগরের গলার ভিতরে ঢুকে দমবন্ধ হয়ে মারা গিয়েছিল। মরা বাছুরকে মুক্ত করার জন্য অজগরকে পিটিয়ে এখন কী লাভ?”
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: আস্ত নীলগাই গিলে খেয়েছিল অজগর, পিটিয়ে পেট থেকে বের করা হল মরা বাছুর! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement