Viral News: ফনা তুলে বসেছিল কোবরা, ভালোবাসার চোটে সেটিকে চেটে দিল গরু! দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: ফনা তুলে বসেছিল কোবরা, ভালোবাসার চোটে সেটিকে চেটে দিল গরু! দেখুন ভিডিয়ো
advertisement
নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ধরনের ভিডিও দেখতে পাই, কিন্তু আমাদের দৃষ্টি তখনই থেমে যায় যখন কিছু অস্বাভাবিক দেখানো হয়। বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা আপনাকে হতবাক করে দেবে। সাধারণত আক্রমণাত্মক প্রকৃতির জন্য পরিচিত কিং কোবরা। তবে আজ এর এক ভিন্ন রূপ দেখবেন।
advertisement
আরও পড়ুন : একঘেয়ে কাজ থেকে বিরতি, কর্মচারীদের ৯ দিনের ‘রিসেট এবং রিচার্জ’-এর সুযোগ দিল এই ভারতীয় সংস্থা!
সাপকে পৃথিবীর এমন একটি প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, যার বিষ বড় থেকে বড় প্রাণীর জীবননাশ করতে সক্ষম। তার নাম শুনলে মানুষ ভয় পায়। তবে বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে গরুর আদর খাচ্ছে বিষাক্ত কোবরা। ভিডিওটি দেখে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি গরু মাঠে দাঁড়িয়ে এবং তার সামনে একটি কিং কোবরা ফনা তুলে বসে আছে। উভয়ই একে অপরকে দেখছে এবং কোবরা ফনা তুলে গরুর দিকে আসতে আসতে এগোচ্ছে। গরুটি ভয় না পেয়ে জিভ বের করে কোবরাকে চাটতে শুরু করছে। কোবরা পেছনে সরে যেতে শুরু করছে, কিন্তু প্রতিবারই গরু তাকে এমন করে চাটছে যেন ভালোবাসা জানাচ্ছে। দুজনের কেউই পরস্পরকে ভয় পাচ্ছে না, বরং তারা যেন উপভোগ করছে৷
advertisement
The interest this cow has for this snake
[📹 murluwala.sapera]pic.twitter.com/Xb7mqkSF1w
— Massimo (@Rainmaker1973) October 11, 2024
আশ্চর্য এই ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ একজন শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে- এই গরুর এই সাপের প্রতি কতটা আগ্রহ রয়েছে দেখুন। ভিডিওটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে এবং হাজার হাজার মানুষ এটি পছন্দ করেছে। ভিডিওটিতে কমেন্ট করে একজন ব্যবহারকারী লিখেছেন- সাপ সাধারণত আক্রমণাত্মক হয় না। অন্য একজন লিখেছেন- আমি এমন ভিডিও কখনও দেখিনি, এটি সত্যিই আকর্ষণীয়। আর একজন ভিডিওটি নিয়ে লিখেছেন, এটি একটি অত্যন্ত অদ্ভুত ভিডিও।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2024 1:02 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ফনা তুলে বসেছিল কোবরা, ভালোবাসার চোটে সেটিকে চেটে দিল গরু! দেখুন ভিডিও