Viral News: শীতের সকালে ঘুম থেকে উঠতে আলসেমি, ডেলিভারিম্যান ভাড়া করে সন্তানকে স্কুলে পাঠালেন মা!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Viral News:সন্তানকে ডেলিভারি বয়ের সঙ্গে স্কুলে পাঠানো ছাড়া আর কোনও উপায় তাঁর কাছে ছিল না৷
চিনের একজন মা তাঁর সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একজন ডেলিভারি রাইডারকে নিয়োগ করলেন৷ অভিনব এই খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ডিসেম্বরের গোড়ার দিকে, দক্ষিণ চিনের গুয়াংজির একজন মহিলা অনলাইনে শেয়ার করেছেন যে তিনি শীতের সকালে বিছানা থেকে উঠতে তাঁর খুব কষ্ট হচ্ছিল৷ তাই তিনি তাঁর সন্তানকে সকাল ৬.৩০ টায় স্কুলে পৌঁছে দেওয়ার জন্য একজন ডেলিভারি রাইডারকে নিয়োগ করেছেন।
দক্ষিণ চিনের গুয়াংজির বাসিন্দা ঝেং নামের ওই মহিলার পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তিনি আরও জানিয়েছেন যে সারারাত কাজ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন৷ তাই সকালে ঘুম থেকে উঠতে পারেননি৷ সন্তানকে ডেলিভারি বয়ের সঙ্গে স্কুলে পাঠানো ছাড়া আর কোনও উপায় তাঁর কাছে ছিল না৷ তাঁর চিন্তা ও উদ্বেগ নিরসন করে ওই ডেলিভারি ম্যান খুবই সুরক্ষিত ভাবে নিরাপদে তাঁর সন্তানকে পৌঁছে দিয়েছেন স্কুলে৷ সঙ্গে এও জানিয়েছেন যে সন্তানের স্কুল তাঁর বাড়ির খুব কাছেই৷
advertisement
আরও পড়ুন : শীতের সকালে ঘুম থেকে উঠতে আলসেমি, ডেলিভারিম্যান ভাড়া করে সন্তানকে স্কুলে পাঠালেন মা!
তাঁর পোস্টের প্রেক্ষিতে এক দক্ষিণ পশ্চিম চিনের জেংডু প্রদেশের আর এক মহিলাও জানান যে তিনিও একবার প্রবল বৃষ্টিতে সন্তানকে এভাবেই স্কুলে পাঠিয়েছিলেন৷ সেখানেও তাঁর সন্তান নিরাপদেই পৌঁছে গিয়েছিলেন স্কুলে৷ তবে আছে বিরুদ্ধ মতও৷ অনেক অভিভাবকই জানিয়েছেন কাজের চাপে সদাব্যস্ত থাকা ডেলিভারি ম্যানদের সঙ্গে বাচ্চাদের স্কুলে পাঠানো মোটেও কাজের কথা নয়৷ সেখানে নিরাপত্তার অভাব থেকেই যায়৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2025 7:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: শীতের সকালে ঘুম থেকে উঠতে আলসেমি, ডেলিভারিম্যান ভাড়া করে সন্তানকে স্কুলে পাঠালেন মা!









