ভারতেই রয়েছে ‘সোনার বাড়ি’ ! সরকারি ঠিকাদারের বাড়ি যেন রাজপ্রাসাদ, ভিডিও ভাইরাল হতে ধেয়ে এল সমালোচনাও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Indore Contractor’s Gold Themed House: মধ্যপ্রদেশের ইনদওরে এক সরকারি ঠিকাদারের বিলাসবহুল বাংলোর এমনই ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই চলছে তুমুল চর্চা।
ইনদওর: এ তো যেন সত্যিকারের সোনার কেল্লা ! ভারতেই রয়েছে এমন ‘সোনার বাড়ি’ ৷ এই বাড়ি রয়েছে মধ্যপ্রদেশের ইনদওরে ৷ যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷ এই বাড়ির ইলেকট্রিক সকেটও সোনা দিয়ে তৈরি! তাক লাগিয়ে দেওয়ার মতোই বিষয় বটে।
বাড়িটি অনুপ আগরওয়ালের, তিনি একজন সরকারি ঠিকাদার। হাইওয়ে প্রকল্পের কাজ করেন অনুপ। তবে এই ‘সোনার বাড়ি’-র ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনার ঝড়ও ধেয়ে এসেছে ৷ নেটিজেনরা অনেকেই মালিককে ব্যক্তিগত বিলাসিতার জন্য সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ করেন, যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে, সরস্বত মূল ভিডিওটি মুছে ফেলেন। তবে, ক্লিপটি পুনরায় প্রকাশিত হয় যখন কেরল কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে এটি শেয়ার করে, যা জনসাধারণের নীরবতা নিয়ে প্রশ্ন তোলে এবং ধনী কন্ট্রাক্টরের কাছ থেকে জবাবদিহিতা দাবি করে।
advertisement
advertisement
ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়ম সরস্বত এই ‘সোনার’ বাড়ির হদিশ দিয়েছেন। বাড়ির আসবাব থেকে শুরু করে অনেক জিনিসই সোনা দিয়ে তৈরি।
Why are our highways collapsing, bridges falling into the river?
Find the answers here. The Govt contractor from Indore has built a house where taps and switches are made of gold. He has ED proofed himself by building a Gau Shala in his house.
People who wanted to ED to raid… pic.twitter.com/lZ3rpkBYYg
— Congress Kerala (@INCKerala) June 30, 2025
advertisement
বাড়ির দরজা খুলতেই চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো বিষয়। একঝাঁক বিলাসবহুল গাড়িও রয়েছে তাতে। এর মধ্যে রয়েছে অসংখ্য মার্সিডিজও। ভিডিওতে বাড়ির মালিককে পুরোটাই ঘুরে দেখাতে দেখা যায়। চারিদিকে শুধুই সোনা। বাড়ির মালিকই জানান, পুরোটাই খাঁটি সোনা দিয়ে তৈরি। সাজানোর জিনিস থেকে শুরু করে ইলেকট্রিক সকেট। সব কিছুই সোনার। বিশ্বের যে কোনও জায়গাই হোক, এমনটা বিরল। এত বড় বাড়িতে মোট ১০টি বেডরুম রয়েছে।
Location :
Indore,Madhya Pradesh
First Published :
July 03, 2025 9:38 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভারতেই রয়েছে ‘সোনার বাড়ি’ ! সরকারি ঠিকাদারের বাড়ি যেন রাজপ্রাসাদ, ভিডিও ভাইরাল হতে ধেয়ে এল সমালোচনাও