আড়াই বছরে একটিও ট্রেন আসেনি এই স্টেশনে ! কারণ জানলে অবাক হতে বাধ্য

Last Updated:

সানকি থেকে সিদ্ধেশ্বর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ চলছে। শিগগিরই নির্মাণ কাজ শেষ হবে। এর পর কয়েক মাসের মধ্যেই যাত্রীরা মেসরা স্টেশন থেকে ট্রেন পরিষেবা পেতে শুরু করবেন।

আড়াই বছরে একটিও ট্রেন আসেনি এই স্টেশনে ! কারণ জানলে অবাক হতে বাধ্য
আড়াই বছরে একটিও ট্রেন আসেনি এই স্টেশনে ! কারণ জানলে অবাক হতে বাধ্য
কলকাতা: ভারত সত্যি খুব অদ্ভুত দেশ। বিস্তৃত তার রেল পরিষেবা। কিন্তু প্রথমে বিশ্বাস না হলেও এটাই সত্যি যে দেশের কোনও স্টেশনে পা ফেলার জায়গা নেই, তো কোথাও আবার ট্রেনই আসে না। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে মাত্র ২০ কিমি দূরে এমন একটি রেলস্টেশন রয়েছে, যা গত আড়াই বছর ধরে কোনও ট্রেনকে দাঁড়াতে দেখেনি। স্বাভাবিক ভাবেই বিপন্ন হতে বসেছে তার পরিচয়। এক সময় এই স্টেশন ছিল সব সময় কোলাহলে ভরপুর। আর আজ তা জনশূন্য। এই স্টেশনটি দেখলে মনে হয় ভারতীয় রেলের ট্রেনে যেন দুর্ভিক্ষ লেগেছে। ট্রেন না থাকার কারণে প্রায় আড়াই বছর ধরে কোনও যাত্রী পা রাখেননি এই স্টেশনে। হ্যাঁ, এমনটাই অবস্থা রাঁচি বিভাগের মেসরা স্টেশনের।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কয়েক বছর আগে এই স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু তার পরেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাসের মহামারী। শুরু হয় লকডাউন। স্বাভাবিক ভাবে লকডাউনের সময় বন্ধ হয়ে যায় ট্রেনের চাকাও। এমন পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এখান থেকে। লকডাউন যদি শেষ হয়েছে। আবার শুরু হয়েছে ট্রেন চলাচল। কিন্তু রাঁচির মেসরা স্টেশন এখনও অপেক্ষা করছে ট্রেন চলাচলের জন্য। ট্রেনই যখন আসে না, তখন যাত্রীরাও কেন আসবে স্টেশনে?
advertisement
advertisement
কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশনে আজ ধুলো জমছে। স্টেশনের অনুসন্ধান কেন্দ্র, যেখানে থাকার কথা রেলের কর্মীদের, তা এখন পশুদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। স্টেশনের চারপাশে গজিয়েছে ঘাস। স্টেশন চত্বর জুড়ে মাকড়সার জাল। বেশ কয়েকটি জানালার কাচও ভাঙা। প্ল্যাটফর্মটি অবশ্য কখনও কখনও মুখরিত হয়ে ওঠে শিশুদের কোলাহলে, পরিণত হয়ে ওঠে তাদের খেলার মাঠে। যেখানে শিশুরা আরামে সাইকেল চালাতে পারে। খেলতে পারে ক্রিকেট।
advertisement
তাহলে কি আর কোনও দিনই মেসরায় ট্রেন দাঁড়াবে না ?
ধানবাদ রেলওয়ে বিভাগের সিনিয়র ডিসিএম অমরেশ কুমার বলেছেন যে, ট্রেনের কার্যক্রম না কি শুরুই হয়নি। সানকি থেকে সিদ্ধেশ্বর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ চলছে। শিগগিরই নির্মাণ কাজ শেষ হবে। এর পর কয়েক মাসের মধ্যেই যাত্রীরা মেসরা স্টেশন থেকে ট্রেন পরিষেবা পেতে শুরু করবেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আড়াই বছরে একটিও ট্রেন আসেনি এই স্টেশনে ! কারণ জানলে অবাক হতে বাধ্য
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement