হোম /খবর /পাঁচমিশালি /
এই গ্রামে গিয়ে থাকলে বিনামূল্যে পাওয়া যাবে বাড়ি, গাড়ি: যাবেন না কি?

Viral News: এই গ্রামে গিয়ে থাকলে বিনামূল্যে পাওয়া যাবে বাড়ি, গাড়ি: যাবেন না কি?

এই গ্রামে গিয়ে থাকলে বিনামূল্যে পাওয়া যাবে বাড়ি, গাড়ি: যাবেন না কি?

এই গ্রামে গিয়ে থাকলে বিনামূল্যে পাওয়া যাবে বাড়ি, গাড়ি: যাবেন না কি?

এমন বিস্ময়কর গ্রামের সন্ধান মিলতে পারে চিন দেশে। সেখানে এই গ্রামকে ডাকা হয় ‘সুপার ভিলেজ’ নামে।

  • Share this:

এ যেন এক রূপকথার দেশ। এখানে সাজানো গ্রাম। যে কোনও মানুষ এসে থাকতে পারেন। থাকতে চাইলে তাঁকে বিনামূল্যে দেওয়া হবে বাংলো এবং গাড়ি। যতদিন খুশি থাকতে পারেন। চলে যেতে চাইলেও যেতে পারেন। তবে ওই বাংলো এবং গাড়ি রেখেই যেতে হবে। আবার যিনি আসবেন গ্রামে থাকতে তাঁকে দেওয়া হবে সেই সম্পত্তি।

এমন বিস্ময়কর গ্রামের সন্ধান মিলতে পারে চিন দেশে। সেখানে এই গ্রামকে ডাকা হয় ‘সুপার ভিলেজ’ নামে। পৃথিবীতে এমন অনেক গ্রাম রয়েছে যা তাদের কোনও না কোনও বিশেষত্ব নিয়ে বিরাজ করে। আর সেই থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাদের পরিচিতি। চিনের এই গ্রামটির পরিচিতিও এই বিশেষ বিনামূল্য বাড়ি, গাড়ির জন্য।

আরও পড়ুন-  নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘P’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

নামে গ্রাম হলেও এখানে জীবনযাত্রার মান উন্নত অনেক শহরকে লজ্জা দেবে। এই গ্রামের বাসিন্দারা সকলেই কোটিপতি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই গ্রামে নতুন করে কোনও ব্যক্তি বা পরিবার থাকতে এলে তাকে দেওয়া হয় বাংলো এবং গাড়ি। একেবারে বিনামূল্যে।

কোথায় রয়েছে এই গ্রাম, কী তার নাম, এবার জেনে নেওয়া যাক বিস্তারিত—

চিনের জিয়াংসু প্রদেশের এই গ্রামের আসল নাম ওয়াকশি। মানুষের কাছে অবশ্য এর পরিচিতি ‘সুপার ভিলেজ’। ১৯৬০ সালে রেনবাও-এর এক নেতা এই গ্রামের প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। এই গ্রামে রয়েছে হেলিপ্যাড, থিম পার্ক ইত্যাদি।

এই গ্রামের জনসংখ্যা প্রায় দু’হাজার। সকলেই ফল চাষে নিযুক্ত। এখানকার মানুষের বার্ষিক আয় প্রায় ৮০ লক্ষ টাকা। তাই এঁদের সকলেরই বিলাসবহুল বাংলো, গাড়ি তো রয়েছেই, সঙ্গে রয়েছে হেলিকপ্টারও।

কোনও বহিরাগত এই গ্রামে এসে থাকতে শুরু করলে তাঁকে বাড়ি-গাড়ি দেওয়া হয়। তিনি কখনও এই গ্রাম ছেড়ে চলে গেলে সেগুলি ফিরিয়ে দিয়ে যান। সেটাই নিয়ম। কারণ ওই সব সম্পত্তি তো আবার অন্য কাউকে দিতে হবে, যিনি আবার আসবেন এই গ্রামে বসবাস করতে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: China, Viral News