Viral News: গুগলের ম্যাপে বড় ভুল! পাহাড়ি পথে মারাত্মক হয়রান পর্যটকেরা, কোথায় জানেন?

Last Updated:

Viral News: পরিস্থিতি এমন যে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাইনবোর্ড ছাপিয়ে রাস্তায় টাঙিয়ে দিতে হয়েছে।

গুগল যখন ভুল
গুগল যখন ভুল
কলকাতা: উপগ্রহচিত্র বা স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে গুগল ম্যাপ সব রাস্তা চেনে। চিনিয়ে দেয় আমাদের সবাইকে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল ম্যাপ গুগল ম্যাপ। কোটি কোটি মানুষ এই ম্যাপের উপর রোজ নির্ভরশীল। কিন্তু গুগল ম্যাপও যে মাঝে মাঝে ভুল করে তার জ্বলন্ত উদাহরণ মিলেছে কর্ণাটকে।
পরিস্থিতি এমন যে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাইনবোর্ড ছাপিয়ে রাস্তায় টাঙিয়ে দিতে হয়েছে। নয়তো রোজই বহু পর্যটক ভুল ম্যাপ দেখে পৌঁছে যাচ্ছে অন্য কোনও রাস্তায়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোদাগু জেলায়। অপূর্ব সুন্দর পাহাড়ি এই জায়গাকে পৃথিবীর স্বর্গ বলা হয়। সেখানকার এক রিসর্ট ক্লাব মাহিন্দ্রায় যাওয়ার ম্যাপেই ধরা পড়েছে গলদ।
advertisement
advertisement
আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন
এক্স হ্যান্ডেলে স্থানীয়দের সেই সাইনবোর্ডটি ভাইরাল হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গুগল ভুল বলছে। এই রাস্তাটি ক্লাব মাহিন্দ্রায় যায় না’। গুগল ম্যাপ দেখে রোজ এত পর্যটক সেখানে উপস্থিত হয় এবং শেষে সাহায্য চায় তাঁদের কাছেই। খানিক বিরক্ত হয়েই এমন সাইনবোর্ড টাঙানোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা।
advertisement
অনেকেই এক্স হ্যান্ডেলে নিজেদের পথ হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। গুগল ম্যাপ দেখে ভুল পথে চলে গিয়েছেন এমন অনেকেই। কেউ কেউ আবার জানিয়েছেন, পাহাড়ি কোনও জায়গায় বেড়াতে গেলে কখনওই গুগল ম্যাপের উপর পুরোপুরি নির্ভর না হতে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: গুগলের ম্যাপে বড় ভুল! পাহাড়ি পথে মারাত্মক হয়রান পর্যটকেরা, কোথায় জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement