Viral News: সিসিটিভি ক্যামেরায় বন্দি মৃত্যুর ফরমান, মদ্যপ ড্রাইভার রিভার্স গিয়ারে ছোটাল গাড়ি

Last Updated:

এই পুরো ঘটনা (Viral News) ভিডিও সিসিটিভি (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়ে যায়৷

Viral News: drunken driver car hits vegetable seller injured- Photo Courtesy- CCTV
Viral News: drunken driver car hits vegetable seller injured- Photo Courtesy- CCTV
#পুণে: পুণের কাছে পিঁপরি-র চিঁচুবাড়ে এক ভয়ানক (Accident) ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় চরম দৃশ্য দেখা যায়৷ একটি গাড়ি রিভার্সে অর্থাৎ পিছনের দিকে আসছিল আর এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক মানুষকে ধাক্কা মারে৷ শুধু তাই নয় রাস্তায় থাকা ঠেলাগাড়িরও লোকসান হয়৷ এই পুরো ঘটনা (Viral News) ভিডিও সিসিটিভি  (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়ে যায়৷ আসলে মদের নেশায় একেবারে বেসামাল ব্যক্তি রিভার্স গিয়ার দিয়ে সামনে গাড়ি চালাচ্ছে ভেবেছিল ৷ গাড়ি রিভার্স গিয়ারে (Car in reverse gear) পরে পিছনের দিকে যেতেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়৷
এরপর এই গাড়িটি রিভার্স গিয়ারে গিয়ে একের পর এক স্টল বরবাদ করতে থাকে৷ একটাই মন্দের ভালো খবর যে সেই সময় খুব বেশি লোক গাড়ির পিছনে ছিল না৷ তাই কারোর প্রাণহানি হয়নি৷ এই পিছিয়ে যাওয়া গাড়ির ধাক্কায় এক মহিলা সামাণ্য চোট পান৷ অন্যদিকে এক সবজি বিক্রেতা বড়সড় আহত হয়ে যান৷
advertisement
advertisement
দেখে নিন সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিও
ঘটনায় আহতদের কাছাকাছি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ এই ঘটনায় কিছু ঠেলা গাড়ির খুবই ক্ষতি হয়েছে৷ এই ঘটনার অভিযুক্ত সুভাষ বাঘমারে এলাকা থেকে পালানোর চেষ্টা করে৷
advertisement
কিন্তু স্থানীয়রা সেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷ অভিযুক্ত সুভাষ বাঘমারে বিরুদ্ধে পুলিশের কাছে শুভম ভাণ্ডারি নামের এক সবজি বিক্রেতা অভিযোগ দায়ের করেছেন৷ বাখড পুলিশ ঘটনার তদন্ত করছে৷
সিসিটিভ  (CCTV) ক্যামেরায় রেকর্ড পুরো ঘটনা
advertisement
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে ৷ যার পুরো ভিডিও সিসিটিভে রেকর্ড হয়ে গেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি অত্যন্ত দ্রুত রিভার্স গিয়ারে আসছে৷ সবার আগে গাড়িটি একটি রাস্তায় থাকা বড়াপাঁও স্টলে ধাক্কা মারে৷ এরপর গাড়ি পাশে দাঁড়িয়ে থাকা সবজিওয়ালাকে ধাক্কা মারে৷ তারপর অন্যদিকে চলে যায় অভিশপ্ত গাড়িটি৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সিসিটিভি ক্যামেরায় বন্দি মৃত্যুর ফরমান, মদ্যপ ড্রাইভার রিভার্স গিয়ারে ছোটাল গাড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement