ঘরের নীচে চাপা পড়ে শত বছরের ইতিহাস! পুরনো বাড়ি কিনে কী কাণ্ড ঘটালেন দম্পতি

Last Updated:

বছর দুই আগে এক ব্রিটিশ দম্পতি এই ভাবে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। আসলে তাঁদের বাড়িতে লুকনো ইতিহাস আবিষ্কার করেছিলেন তাঁরা। হঠাৎই তাঁরা খুঁজে পান বাড়িতে থাকা একটি লুক্কায়িত কক্ষ।

ঘরের নীচে চাপা পড়ে শত বছরের ইতিহাস! পুরনো বাড়ি কিনে কী কাণ্ড ঘটালেন দম্পতি
ঘরের নীচে চাপা পড়ে শত বছরের ইতিহাস! পুরনো বাড়ি কিনে কী কাণ্ড ঘটালেন দম্পতি
শুধু ভারত নয়, পৃথিবীর সব দেশেরই গভীরে লুকিয়ে রয়েছে ঐতিহ্যের ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতা চাদরে ঢাকা পড়ে গিয়েছে সেই সব। সুন্দর সেই ইতিহাস ঘরের তালা বন্ধ কোনও কুঠুরিতে আটকে আছে হয়তো। কখনও কোনও মানুষ তা খুঁজে বের করার চেষ্টা করেন। কখনও নিজেই বেরিয়ে আসে ইতিহাসের দলিল।
বছর দুই আগে এক ব্রিটিশ দম্পতি এই ভাবে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। আসলে তাঁদের বাড়িতে লুকনো ইতিহাস আবিষ্কার করেছিলেন তাঁরা। হঠাৎই তাঁরা খুঁজে পান বাড়িতে থাকা একটি লুক্কায়িত কক্ষ। ১৯০০ সাল নাগাদ নির্মিত সেই অচেনা ঘরে প্রবেশ করার সময় তাঁরা ভেবেছিলেন যেন কোনও নতুন জগতে প্রবেশ করছেন।
advertisement
advertisement
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালে ব্রিটেনের নাগরিকর ৪১ বছরের বেন মান এবং তাঁর স্ত্রী কিম্বারলি জেনের জীবনে ঘটে একটা আশ্চর্য ঘটনা। ২০১৫ সালে বেন ওই বাড়িটিতে থাকতে শুরু করেন। যাঁর কাছ থেকে বাড়িটি তিনি কিনেছিলেন তিনি সব ঘর দেখাননি। তাই পাঁচ বছর পর একদিন বেনের হঠাৎই একটি পচা কাঠের পাটাতন নজরে পড়ে। সেটা সরাতেই অবাক কাণ্ড। আসলে ওটা একটা দরজা, যা খুলে দেয় পথ।
advertisement
ওই দরজা ঠেলতেই দেখা যায় সিঁড়ি যা নিয়ে যাবে বাড়ির নিচের অংশে। কেন এই অংশ বাড়ির মালিক তাঁকে দেখাননি, তা ভেবেই আশ্চর্য হচ্ছিলেন বেন। যাই হোক, ওই অংশটিও মেরামত করার সিদ্ধান্ত নেন তাঁরা। আসলে ওই এলাকায় যত বাড়ি দেখেছিলেন বেন, সব ক’টির বেসমেন্ট ছিল। কিন্তু এই বাড়িটির মালিক তার কথা জানাননি। প্রায় ১২০ বছর আগের ওই বেসমেন্ট দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন বেন ও তাঁর স্ত্রী। জল আর আবর্জনার স্তূপে ভরা ছিল বাড়ির নিচের অংশ। তবে সেই বেসমেন্ট এখন আর চেনার উপায় নেই।
advertisement
ধীরে ধীরে নতুন চেহারা পেয়েছে। সেই সময় ওই দম্পতির মেয়ের বয়স ছিল এক বছর। এখন সে ওই বেসমেন্টে ঘুরে বেড়ায় রঙিন প্রজাপতির মতো।
বেন জানিয়েছেন ওই ঘরটি মেরামত করে নতুন চেহারা দিতে তাঁর খরচ হয়েছে প্রায় ৪.৭ লক্ষ টাকা। এই ঘরেই তিনি রেখেছেন প্রজেক্টর, সোফা, বার এরিয়া। অর্থাৎ, অতিথি আপ্যায়নের তুমুল আয়োজন, আস্ত একটা সিনেমা হল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঘরের নীচে চাপা পড়ে শত বছরের ইতিহাস! পুরনো বাড়ি কিনে কী কাণ্ড ঘটালেন দম্পতি
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement