Viral News | Cobra Snake: কোবরার জন্য খোলা থাকে ঘরের দরজা! বাচ্চাদের সঙ্গে করে খেলা! গ্রামের গল্প অবাক করে

Last Updated:

Viral News | Cobra Snake: ভারতের এই গ্রামে রয়েছে হাজার হাজার বিষধর কোবরা! সাপকে ভগবান মেনে হয় পুজো! প্রতি ঘরের দরজা সাপের জন্য খোলা থাকে! কাউকে কামড়ায় না সাপ! আছে আরও অবাক ঘটনা, জানলে চমকে যাবেন!

photo source collected
photo source collected
#মহারাষ্ট্র:  সাপ দেখলে কী করবেন? ধরুন হঠাৎ আপনার সামনে বিষধর কোবরা চলে এল? ভয়ে আপনি পালাবেন। অথবা কামড় খেয়ে ঘটে যেতে পারে অঘটন। কিন্তু জানেন কী ভারতে এমন এক গ্রাম আছে যেখানে কোবরার সঙ্গেই বাস করেন মানুষ। আমাদের দেশে সাপকে যেমন মানুষ ভয় পায়। ঠিক তেমন সাপকে ভগবান রূপে পুজোও করা হয়। শিব মন্দিরের কাছে সাপ দেখতে পেলে মানুষ সঙ্গে সঙ্গে প্রণাম করে ফেলেন। কিন্তু সাপের সঙ্গে এক ঘরে থাকার কথা বোধহয় কেউ ভাবতে পারেন না।
ভারতীয় সিনেমাতেও সাপ নিয়ে অনেক ছবি আছে। শ্রীদেবী থেকে শুরু করে বহু নায়িকাই নাগিন-এর চরিত্রে অভিনয় করেছেন। এমনকি সাপ নিয়ে তৈরি হিন্দি ধারাবাহিক 'নাগিন' সব থেকে জনপ্রিয়। কিন্তু মহারাষ্ট্রের পুনে থেকে ২০০ কিলোমিটার দূরে শোলাপুর জেলায় শেতপাল নামে একটি গ্রাম রয়েছে। এখানে কোবরা সাপে ভরে। বিষধর এই সাপ মানুষের সঙ্গেই থাকে।
advertisement
advertisement
এখান কার মানুষ তাঁদের ঘরের দরজা সব সময় সাপের জন্য খোলা রাখেন। এমনকি তাঁরা যখন বাড়ি বানান, তখন ঘরে সাপের থাকার জন্য একটা কোণা তৈরি করেন। সেই কোণটাকে দেবস্থান নাম দেন তাঁরা। অবলীলায় সাপ এখানে মানুষের বাড়িতে ঢুকে পড়ে। বিছানায় বাচ্চা শুয়ে আছেম ঠিক তার পাশেই শুয়ে আছে বিষধর কোবরা। ভাবতেও পারবেন না এমন দৃশ্য। এখানকার মানুষদের কথায়, সাপকে তাঁরা ভগবান রূপে পুজো করেন। তাই সাপের আসার জন্য সব ব্যবস্থা করা থাকে। এমনকি সাপের জন্য খাবার পর্যন্ত রাখা হয়। বহু যুগ ধরেই এই রীতি চলে আসছে গ্রামে। অবাক করা বিষয় হল আজ পর্যন্ত এখানে কাউকে সাপে কামড়ায়নি। কেউ সাপের কামড়ে মারা যাননি।
advertisement
শুধু বাড়ি নয়। স্কুলেও ঢুকে পড়ে সাপ। ক্লাস রুমে ঢুকে অবলীলায় সে বিশ্রাম নেয়। বাচ্চারাও ভয় পায় না এই বিষধর কোবরাদের দেখে। ছোট থেকেই তারা সাপের সঙ্গেই বড় হয়। এখানে না সাপ মানুষের ক্ষতি করে, না মানুষ সাপের। মানুষে ও কোবরার এমন মেলবন্ধন গোটা বিশ্বে আর কোথাও আছে কিনা সন্দেহের বিষয়!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News | Cobra Snake: কোবরার জন্য খোলা থাকে ঘরের দরজা! বাচ্চাদের সঙ্গে করে খেলা! গ্রামের গল্প অবাক করে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement