Viral News: অতিথিদের সামনেই কনের সঙ্গে 'অসভ্যতা' বরের, বিয়ের দিনই ডিভোর্স ফাইল!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: বিয়ের দিন বরের অমন অদ্ভুত স্টান্টের জেরে পড়ে বিরক্তি ও অপমানিত বোধ করেন কনে। আর তারপরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত।
নয়াদিল্লি: আনন্দের মুহূর্ত নিমেষে বদলে গেল বিষাদে। বিয়ের দিন অতিথিদের সামনে বরের এমন কীর্তি, লজ্জায় অপমানে ডিভোর্স চাইলেন কনে। গোটা বিশ্বে সাড়া ফেলেছে এই কাণ্ড। বিয়ের দিন বরের অমন অদ্ভুত স্টান্টের জেরে পড়ে বিরক্তি ও অপমানিত বোধ করেন কনে। আর তারপরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন মেয়েটি।
ঠিক কী হয়েছিল বিয়ের দিন? বিদেশের কোথায় ঘটেছে জানা যায়নি। তবে বিয়ের দিন কনের অ্যালার্জির কথা জানা সত্ত্বেও যেভাবে সমস্ত অতিথির সামনে কনের গোটা মুখে ওয়েডিং কেক ঘষে দেন বর, তাতেই বেজায় ক্ষুব্ধ ও অপমান বোধ করেন কনে। কারণ, তাঁর দাবি বিয়ে করার কোনও ইচ্ছে না থাকলেও, বয়ফ্রেন্ডের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: শাহরুখের উপর রাগে জিন্স ছিঁড়ে ফেলেন সানি, ২০ বছর ধরে তাঁদের কথা বন্ধ! কী হয়েছিল সেদিন?
কিন্তু বিয়ের দিন হিরো হতে গিয়ে নিজের স্ত্রীয়ের শারীরিক সমস্যার কথা ভুলে গিয়ে আদতে বিয়ের গুরুত্বই নষ্ট করেছেন বর। স্ত্রীকেও কোনও গুরুত্ব দেননি তিনি। কনে একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘আমি বিয়ে নিয়ে খুব বেশি আগ্রহী ছিলাম না। ২০২০ সালে ও আমাকে প্রোপোজ করার পর আমি মেনে নিই। বিয়েতে আমরা সমান দায়িত্ব পালন করব ঠিক করি। কিন্তু মুখে কেক না ঘষার একটাই অনুরোধ করেছিলাম আমি’।
advertisement
আরও পড়ুন: নাগ পঞ্চমীতে জ্যান্ত সাপকে দুধ খাওয়ানো উচিত না, সাতপুরুষ দোষের অংশীদার হবে! জানুন
view commentsকিন্তু বিয়ের দিন সকলের সামনেই স্ত্রীয়ের মুখে ওয়েডিং কেক ঘষে দেন বর। আর তাতেই প্রচণ্ড ক্ষুদ্ধ হয়ে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন কনে। ডিসেম্বরে ক্রিসমাসের সময় হয়েছিল বিয়েটি। সেদিনই আইনজীবীর পরামর্শ নিয়ে ডিভোর্স ফাইল করেন ওই মহিলা।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 1:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: অতিথিদের সামনেই কনের সঙ্গে 'অসভ্যতা' বরের, বিয়ের দিনই ডিভোর্স ফাইল!