Viral News: ৯০ মিনিটে ২২ পেগ মদ খেলেন এক ব্যক্তি, তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন

Last Updated:

Viral News: বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক ব্যক্তির। বাজি ধরে মদ খেতে গিয়ে শেষ হয়ে গেল জীবনটাই। যেই ঘটনা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে আসার পর হতবাক সকলেই।

বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক ব্যক্তির। বাজি ধরে মদ খেতে গিয়ে শেষ হয়ে গেল জীবনটাই। যেই ঘটনা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে আসার পর হতবাক সকলেই। বন্ধুরা এক জায়গায় হলে আড্ডা, গল্প, নানা বিষয়ে বাজি ধরা, মদ্যপান করে থাকেন। কিন্তু এই ব্যক্তি বন্ধুদের সঙ্গে নাইটক্লাবে আনন্দ করতে গিয়ে বাজি ধরে যে কাণ্ড ঘটালেন তা সত্যিই অকল্পনীয়। ৯০ মিনিটে ২২ পেগ মদ খেয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের ক্রাকোতে। স্থানীয় গোপনীয়তা রক্ষা আইনের কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তি নিজের বন্ধুদের সঙ্গে ওয়াইল্ড নাইটস নামে একটি ক্লাবে গিয়েছিল। সেখানে গিয়ে মদ্যপান করেন। একটা সময় পর বন্ধুরা ও নাইট ক্লাবে উপস্থিত অন্যান্যদের সঙ্গে বাজি ধরে কত বেশি মদ খেতে পারেন সেই চ্যালেঞ্জ লড়েন। মাত্র ৯০ মিনিটের মধ্যে ২২ পেগ মদ খেয়ে ফেলেন তিনি। এরপর ওখানেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
advertisement
মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে ওই ব্যক্তিগ শরীরে ০.৪ শতাংশ অ্যালকোহল ছিল। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। এই পরিমাণ অ্যালকোহলকে প্রাণঘাতি হয়ে থাকে। এছাড়া ওই ব্যক্তি মদ্যপান করে সংজ্ঞাহীন হওয়ার পর তাঁর কাছ থেকে ৪২০ পাউন্ড লুঠ করা হয়েছে বলেও অভিযোগ। গোটা ঘটনায় পুলিস তদন্ত শুরু করেছে ওই নাইট ক্লাবের আধিকারিক, মৃত্য ব্যক্তির বন্ধু সহ নাইট ক্লাবের উপস্থিত মোট ৫৮ জনকে অভিযুক্ত করে জিজ্ঞাসাবাদ করছে।
advertisement
এছাড়া পুলিস সূত্রে খবর ওই নাইট ক্লাবে দিনের পর দিন ধরে এইভাবে সংগঠিত অপরাধ চলছে। এরল পিছনে একটা চক্র কাজ করছে। যারা নাইট ক্লাবে আগতদের অত্যাধিক মাত্রায় মদ্যপান করিয়ে তাদের সর্বস্ব লুঠ করত। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিস। কিন্তু বন্ধুর কথায় হোক, বা অন্য কারও কথায়, ৯০ মিনিটে ২২ পেগ মদ্যপান করাটা কতটা যুক্তি সঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ৯০ মিনিটে ২২ পেগ মদ খেলেন এক ব্যক্তি, তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement