Viral Video| Manike Mage Hithe|| 'মানিকে মাগে হিঠে' প্রথম কে গেয়েছিলেন জানেন? দেখুন জনপ্রিয় গানটির অরিজিনাল ভিডিও ভার্সান...

Last Updated:

Manike Mage Hithe Original Version Video: ইওহানি ডি-সিলভা এই গান তার গাওয়ার এক বছরেরও বেশি সময় আগে তা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তবে এ কথা একেবারে সত্যিই, তখন সেই গান মোটেই এই জনপ্রিয়তা পায়নি।

#কলকাতা: 'মানিকে মাগে হিঠে' (Manike Mage Hithe), কয়েক সপ্তাহ ধরে আট থেকে আশির মুখে মুখে ফিরছে নতুন এই সিংহলী ভাষার গানটি।মাত্র কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ইওহানি ডি’সিলভার (Yohani Diloka De Silva) গাওয়া মিষ্টি প্রেমের এই গান। ইতিমধ্যেই বাংলা থেকে হিন্দি, এবং দক্ষিণের নানা ভাষায় গানটি রিমেক বানিয়ে গাওয়া হয়েছে। সেগুলিও জনপ্রিয় হয়েছে একে একে। কিন্তু ইওহানি ডি’সিলভা কিন্তু প্রথম এই গান গেয়েছেন, এমনটা নয়।ইওহানি এই গান তার গাওয়ার এক বছরেরও বেশি সময় আগে তা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তবে এ কথা একেবারে সত্যিই, তখন সেই গান মোটেই এই জনপ্রিয়তা পায়নি।
প্রথম এই গান গেয়েছিলেন শ্রীলঙ্কার গায়ক সতীশান (Satheeshan), লিরিক্স এবং র‍্যাপ লেখেন দুলহান এআরএক্স (Dulhan ARX),পরিচালনা করেন হষিথ আরিয়ান। অরিজিনাল ভিডিও ভার্সানটি ইউটিউবে আপলোড করা হয় ৩১ জুলাই ২০২০-তে। তবে তখন সেটি এত জনপ্রিয় হয়নি।ইওহানি ডি’সিলভা গানটি হাওয়ার পরে তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ১০০টির বেশি ট্র্যাক তৈরি হয়ে গিয়েছে।
advertisement
শুনুন ২০২০ সালে প্রকাশ পাওয়া গানটি...
advertisement
ইউটিউব (Youtube), ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) কিংবা ট্যুইটার, যেটাই খুলুন না কেন, এই গানটিই শুনতে পাবেন। চোখের সামনে ভেসে উঠবে ছোট ছোট করে ছাঁটা রঙিন চুলের এক কন্যের মুখ। মিষ্টি মেয়ের গলার মিষ্টি সুর এবং ততোধিক মিষ্টি মুখের হাসি দেখলেই যেন নেটিজেনের (Netizen) মন ভরে ওঠে। কাজেই ভাষা দুর্বোধ্য হলেও এই গান একেবারে শ্রোতার অন্তরে গিয়ে ছুঁয়েছে। তবে আগের তুলনায় এই গানের অডিও (Audio) এবং ভিডিও (Video) কোয়ালিটি অনেক ভাল বলে মত নেটিজেনদের।
advertisement
গানটি এতটাই ভাইরাল হয়েছে যে সারা বিশ্বের একাধিক তারকারাও এই গানটি নিয়ে রিল ভিডিও বানিয়ে ফেলেছেন। বলিউড থেকে টলিউড মেত্তে রয়েছে এই গানেই। এমনকি খোদ অমিতাভ বচ্চন এবং তার নাতনি আরাধ্যাও 'মানিকে মাগে হিতে'র একটি রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাহলে আর দেরী কিসের, আপনিও দেখে নিন গানের সেই আসল ভিডিও...
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video| Manike Mage Hithe|| 'মানিকে মাগে হিঠে' প্রথম কে গেয়েছিলেন জানেন? দেখুন জনপ্রিয় গানটির অরিজিনাল ভিডিও ভার্সান...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement