Viral Kitten Drinking Dog's Milk: দুর্ঘটনায় মারা গিয়েছে মা, নিজের দুধ খাইয়ে বিড়াল ছানাকে বড় করছে সারমেয় মা

Last Updated:

Viral Baby Cat: ব্যবসায়ীরা বিড়াল বাচ্চাটিকে তুলে নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু মাতৃহারা ছানাটি কিছুই মুখে তুলতে চায়নি। এত অচেনা অজানা পরিস্থিতিতে ভয়ে কুঁকড়ে ছিল বাচ্চাটি।

মাতৃত্বের এক অনন্য ছবি তুলে ধরছে দুই পশু
মাতৃত্বের এক অনন্য ছবি তুলে ধরছে দুই পশু
#ভাতার: মা মারা গিয়েছে দুর্ঘটনায়। এত বড় পৃথিবীতে একেবারে একা ছোট্ট বিড়াল ছানা। কী খাবে? কার কাছে থাকবে? পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়া সম্প্রতি এক অবাক ঘটনার সাক্ষী হয়েছে। কুকুর মায়ের দুধ খেয়ে বেড়ে উঠছে অনাথ বিড়াল শিশু! সারমেয়র এমন মাতৃ স্নেহ দেখে অবাক বাসিন্দারা। সাধারণত কুকুরের সঙ্গে বিড়ালের তেমন বনিবনা তেমন দেখা যায় না, কিন্তু ভাতারে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। এই স্নেহ ও ভরসাকে প্রত্যক্ষ করতে হলে আসতে হবে ভাতারের কামারপাড়া মোড়ের পঞ্চায়েত সমিতির বাজারে।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক মাস আগে পথ দুর্ঘটনায় মারা যায় মা বিড়াল। মারা যাওয়ার সময় তার একটি সদ্যোজাত সন্তানকে রেখে যায় সে। মা বিড়ালের মৃত্যুর সেই ঘটনার সাক্ষী হয়েছিল ভাতারের বেশ কয়েক জন। সেই সঙ্গে সাক্ষী হয়েছিল ওই বাজার অঞ্চলে থাকা একটি মা কুকুর। বাজারের স্থানীয় ব্যবসায়ীরা বিড়াল বাচ্চাটিকে তুলে নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু মাতৃহারা ছানাটি কিছুই মুখে তুলতে চায়নি। এত অচেনা অজানা পরিস্থিতিতে ভয়ে কুঁকড়ে ছিল বাচ্চাটি। এরপরই অবাক করে ওই মা কুকুর।
advertisement
advertisement
নিয়ম করে ওই মা কুকুর তার দুধ খাওয়াতে শুরু করে অনাথ বিড়াল শিশুটিকে। এই দৃশ্য দেখে ভাতারের মানুষজন আশ্চর্য হয়ে যান। ভাতারের পশুপ্রেমী ধীমান ভট্টাচার্য জানান, কুকুরের মধ্যে স্নেহ ভক্তি ভালবাসা দীর্ঘদিনের। এর কারণ লুকিয়ে আছে সভ্যতার আদিতে। মানুষের প্রথম কাছে পোষ মেনেছিল কুকুরই। তাই কুকুরের স্নেহ মমতার অভ্যাস দীর্ঘদিনের। কিন্তু কুকুর ও বিড়ালের মধ্যে দ্বন্দ্বও দীর্ঘদিনের।
advertisement
তবে ভাতারের যে ছবি দেখা যাচ্ছে তা মানব সমাজকেই অন্য শিক্ষা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। মাতৃত্বের এক অনন্য ছবি তুলে ধরছে দুই পশু। ভাতারের অলি গলি ঠেক সবেতেই এখন জোর চর্চা চলছে এই বিড়াল ছানা ও মা কুকুরের অপত্য স্নেহ নিয়ে।
advertisement
স্থানীয়দের মতে, মা তো মা’ই হয়। বিড়াল ছানা ও কুকুর মায়ের এই ভালোবাসা ও ভরসা দেখে তাই স্থানীয়দের মনে হয়েছে, মানুষের সমাজে অনেক মায়ের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। পশুরা বরং মানবিক বেশি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Kitten Drinking Dog's Milk: দুর্ঘটনায় মারা গিয়েছে মা, নিজের দুধ খাইয়ে বিড়াল ছানাকে বড় করছে সারমেয় মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement