Viral Engagement : হবু বর কনে নন, পাকিস্তানি তরুণী ও ভারতীয় যুবকের বাগদানে নজর কাড়ল 'ম্যায়ঁ হুঁ না' কেক
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Engagement : ম্যায়ঁ হুঁ না ছবির সূত্রেই উঠে এসেছে মিলাপ প্রকল্পের প্রসঙ্গও। ভাইরাল হওয়া কেকের ছবি নেটিজেনদের মনে উস্কে দিয়েছে সুপারহিট ওই ছবির স্মৃতিও।
বাগদান হল পাকিস্তানি তরুণী এবং ভারতীয় যুবকের। তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্তে জড়িয়ে থাকল শাহরুখ খানের 'ম্যায়ঁ হুঁ না' ছবিটি। এনগেজমেন্টের পার্টিতে যে কেক তাঁরা কাটলেন, সেখানেও শাহরুখের ওই ছবিরই অনুষঙ্গ। সামাজিক মাধ্যমে শেয়ার করার পর ভাইরাল সেই কেক।
ম্যায়ঁ হুঁ না ছবির সূত্রেই উঠে এসেছে মিলাপ প্রকল্পের প্রসঙ্গও। ভাইরাল হওয়া কেকের ছবি নেটিজেনদের মনে উস্কে দিয়েছে সুপারহিট ওই ছবির স্মৃতিও। সুদৃশ্য কেকের উপর ইংরেজিতে যা লেখা, তার বাংলা তর্জমা করলে হয় 'প্রজেক্ট মিলাপ শুরু হল'।
আরও পড়ুন : এখনও পর্যন্ত ২৬ বিয়ে, মোট ১০০ বার বিয়ে করতে চান ৬০ বছরের এই পাকিস্তানি প্রৌঢ়
my sister just got engaged to her indian boyfriend so you know we had to address the elephant in the room somehow pic.twitter.com/U25RxcJhco
— Mishal (@mishalengelo) February 19, 2023
advertisement
advertisement
ইদানীং বেশ কিছু জিওপলিটিক্যাল জোক জনপ্রিয় হয়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি এক বাংলাদেশি বংশোদ্ভূত ও এক পাকিস্তানি বংশোদ্ভূত দম্পতি মজা করে তাঁদের সন্তানের নাম দিয়েছেন 'ইন্ডিয়া'। আসলে তাদের সদ্যোজাতর নাম ইব্রাহিম। কিন্তু ছেলের জন্মের পর সে সব সময় দম্পতির মাঝখানেই ঘুমোয়। তার জন্য আলাদা ঘর থাকলেও যেতে চায় না। তাই ভৌগোলিক মানচিত্রে অবস্থানগত পরিস্থিতির কথা মনে রেখে রসিকতা করে ওই দম্পতি তাঁদের ছেলেকে ডাকছেন ইন্ডিয়া নামে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 6:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Engagement : হবু বর কনে নন, পাকিস্তানি তরুণী ও ভারতীয় যুবকের বাগদানে নজর কাড়ল 'ম্যায়ঁ হুঁ না' কেক