Most Beautiful Handwriting: ৯ টাকার এই পেনে কী আছে এমন! লিখলেই যেন মুক্ত ঝরে! লেখা তো নয়, হার মানবে ছাপার অক্ষরও
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Most Beautiful Handwriting: ছেলেটি তাঁর সুন্দর লেখা প্রদর্শনের জন্য বিশেষভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছে। তিনি Pradip000 নামের ইন্সটা হ্যান্ডেল দিয়ে তাঁর হাতের লেখার ভিডিও পোস্ট করতে থাকেন। এমনই একটি ভিডিওতে তিনি ইংরেজিতে ছাপা চিঠি লিখছেন।
কলকাতাঃ বলা হয়ে থাকে যে, প্রতিভা আসে না মানুষের মর্যাদা বা সুযোগ-সুবিধা দেখে। এটি প্রকৃতির একটি দান, যা কারও মধ্যে ঘটতে পারে। এর জন্য খুব বেশি অর্থ বা পদ্ধতির প্রয়োজন নেই। এমনই একটি প্রতিভার সুন্দর হাতের লেখা। আপনি আপনার জীবনে অনেক সুন্দর হাতের লেখা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কিছু হাতের লেখা এতটাই সুন্দর যে তাঁদের লেখা দেখলে আপনার মন ভাল হয়ে যায়।
এমনই একজনের লেখা ভাইরাল হয়েছে যার লেখা দেখলে মনে হবে নিজের হাত না সম্পূর্ণটা টাইপ করা হয়েছে। তার হাতের লেখা দেখে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো, তিনি এর জন্য কোনও দামি পেনের টাকা নষ্ট করেন না। সহজ কলম দিয়ে তিনি এত সুন্দর লেখেন যে দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে যান।
advertisement
advertisement
advertisement
এটা কি হাতের লেখা বা কম্পিউটার টাইপিং?
ছেলেটি তাঁর সুন্দর লেখা প্রদর্শনের জন্য বিশেষভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছে। তিনি Pradip000 নামের ইন্সটা হ্যান্ডেল দিয়ে তাঁর হাতের লেখার ভিডিও পোস্ট করতে থাকেন। এমনই একটি ভিডিওতে তিনি ইংরেজিতে ছাপা চিঠি লিখছেন। আরও মজার বিষয় হল যে এটি লিখতে খুব বেশি সময় নেয় না, বা এর জন্য কোনও বিশেষ প্রচেষ্টার প্রয়োজন হয় না।
advertisement
আরও পড়ুনঃ সাবধান…! কোনও ভাবেই এঁরা মুখে তুলবেন না মিষ্টি আলু! শরীরে গেলেই মারাত্মক ক্ষতি!
মাত্র ৯ টাকা মূল্যের একটি কলম দিয়ে বিস্ময়কর কাজ করেছে তিনি। তাঁর বেশিরভাগ ভিডিও কোটি কোটি ভিউ এবং লাখ লাখ লাইক পায়। তিনি নিজেই তাঁর ইন্সটা অ্যাকাউন্টে জানিয়েছেন যে তিনি লেখার জন্য যে কলমটি ব্যবহার করেন তাঁর দাম ১০ টাকাও নয়। এই জেল পেনের পুরো বক্সটি ২৩০ টাকায় পাওয়া যাচ্ছে, যাতে ২৫টি কলম রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 2:26 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Most Beautiful Handwriting: ৯ টাকার এই পেনে কী আছে এমন! লিখলেই যেন মুক্ত ঝরে! লেখা তো নয়, হার মানবে ছাপার অক্ষরও